নিউইয়র্কে বন্দুকধারীর গুলিতে নিহত ৪
যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক অঙ্গরাজ্যের বাফেলো শহরে একটি রেস্তোরাঁয় বিয়ের অনুষ্ঠানে গতকাল শনিবার অজ্ঞাত পরিচয় ব্যক্তিদের গুলিতে চারজন নিহত ও চারজন আহত হয়েছে। বিয়েতে উপস্থিত ব্যক্তিদের মধ্যে কেউ এ ঘটনায় জড়িত কি না, তা জানা যায়নি।
নিহত ব্যক্তিদের মধ্যে দুজন পুরুষ ও দুজন নারী। আহত ব্যক্তিদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, অনুষ্ঠান চলার সময় হঠাৎ গুলির শব্দে আতঙ্ক সৃষ্টি হয়। টমি ডেটস (৩৫) নামে একজন প্রত্যক্ষদর্শী জানান, হঠাৎ করেই তিনি সবাইকে ছোটাছুটি করতে দেখলেন। প্রত্যেকে তখন আতঙ্কিত ছিল। কয়েক ঘণ্টা পর রেস্তোরাঁর সামনে তিন ব্যক্তিকে মৃত অবস্থায় পাওয়া যায়। হাসপাতালে নেওয়ার পর অপর একজনের মৃত্যু হয়। পুলিশ হামলাকারী ব্যক্তিদের সংখ্যা সম্পর্কে কিছু জানতে পারেনি।
নিহত ব্যক্তিদের মধ্যে দুজন পুরুষ ও দুজন নারী। আহত ব্যক্তিদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, অনুষ্ঠান চলার সময় হঠাৎ গুলির শব্দে আতঙ্ক সৃষ্টি হয়। টমি ডেটস (৩৫) নামে একজন প্রত্যক্ষদর্শী জানান, হঠাৎ করেই তিনি সবাইকে ছোটাছুটি করতে দেখলেন। প্রত্যেকে তখন আতঙ্কিত ছিল। কয়েক ঘণ্টা পর রেস্তোরাঁর সামনে তিন ব্যক্তিকে মৃত অবস্থায় পাওয়া যায়। হাসপাতালে নেওয়ার পর অপর একজনের মৃত্যু হয়। পুলিশ হামলাকারী ব্যক্তিদের সংখ্যা সম্পর্কে কিছু জানতে পারেনি।
No comments