চীনে আবার ভূমিধস ৩২ জন নিখোঁজ
চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে নতুন করে ভূমিধসে ৩২ জন নিখোঁজ হয়েছে। অতিবৃষ্টির কারণে সৃষ্ট বন্যা ও ভূমিধসে এ পর্যন্ত এক হাজারের বেশি মানুষ নিহত হওয়ায় আজ রোববার রাষ্ট্রীয় শোক পালন করা হবে। গতকাল শনিবার কর্তৃপক্ষ এ শোক পালনের ঘোষণা দেয়।
স্টেট কাউন্সিল গতকাল জানিয়েছে, ভূমিধসে হতাহত ব্যক্তিদের প্রতি সমবেদনা জানিয়ে রোববার এক দিনের রাষ্ট্রীয় শোক পালন করা হবে। এ সময় জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে এবং সব ধরনের বিনোদন আয়োজন বন্ধ থাকবে।
কর্তৃপক্ষ জানিয়েছে, ভারীবর্ষণ শনিবারও অব্যাহত থাকবে। এতে করে গানসু ও শিচুয়ান প্রদেশে আরও নতুন নতুন এলাকা প্লাবিত হতে পারে এবং নতুন করে ভূমিধস হতে পারে।
কর্তৃপক্ষের বরাত দিয়ে বার্তা সংস্থা সিনহুয়া জানিয়েছে, বন্যা এবং ভূমিধসে এ পর্যন্ত ৩০ কোটির বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। আর্থিক ক্ষতি হয়েছে প্রায় ১৭০ কোটি মার্কিন ডলার। রাষ্ট্রীয় হিসাব অনুযায়ী গত শুক্রবার পর্যন্ত মারা গেছে এক হাজার ১৫৬ জন।
এদিকে, দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ওয়েনচুয়ান কাউন্টিতে নতুন করে আবার ভূমিধস হয়েছে। সিনহুয়া জানিয়েছে, ভূমিধসে কেউ মারা গেছে কি না, সেটা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে ৩২ জন নিখোঁজ রয়েছে।
স্টেট কাউন্সিল গতকাল জানিয়েছে, ভূমিধসে হতাহত ব্যক্তিদের প্রতি সমবেদনা জানিয়ে রোববার এক দিনের রাষ্ট্রীয় শোক পালন করা হবে। এ সময় জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে এবং সব ধরনের বিনোদন আয়োজন বন্ধ থাকবে।
কর্তৃপক্ষ জানিয়েছে, ভারীবর্ষণ শনিবারও অব্যাহত থাকবে। এতে করে গানসু ও শিচুয়ান প্রদেশে আরও নতুন নতুন এলাকা প্লাবিত হতে পারে এবং নতুন করে ভূমিধস হতে পারে।
কর্তৃপক্ষের বরাত দিয়ে বার্তা সংস্থা সিনহুয়া জানিয়েছে, বন্যা এবং ভূমিধসে এ পর্যন্ত ৩০ কোটির বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। আর্থিক ক্ষতি হয়েছে প্রায় ১৭০ কোটি মার্কিন ডলার। রাষ্ট্রীয় হিসাব অনুযায়ী গত শুক্রবার পর্যন্ত মারা গেছে এক হাজার ১৫৬ জন।
এদিকে, দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ওয়েনচুয়ান কাউন্টিতে নতুন করে আবার ভূমিধস হয়েছে। সিনহুয়া জানিয়েছে, ভূমিধসে কেউ মারা গেছে কি না, সেটা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে ৩২ জন নিখোঁজ রয়েছে।
No comments