বিশ্বকাপে ‘ড্র’ থাকছে না
‘বদলে যাও, বদলে দাও’ স্লোগানটা বেশ জোরেশোরেই চলছে ফিফার মধ্যে। ফুটবলে রেফারিংয়ে বড় ধরনের পরিবর্তনের আভাস কদিন আগেই দিয়েছিলেন সেপ ব্ল্যাটার। ফিফা প্রধান এবার জানালেন, বিশ্বকাপের নিয়মেও পরিবর্তন আনতে চাইছেন তাঁরা।
বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে ‘ড্র’ তুলে দেওয়ার কথা ভাবা হচ্ছে। পাশাপাশি ৩০ মিনিটের অতিরিক্ত সময়ও তুলে দেওয়ার কথা ভাবছে ফিফা। গ্রুপ পর্বে কোনো ম্যাচ ড্র হলে বর্তমান নিয়মে পয়েন্ট ভাগাভাগি হয়। অনেক সময় এক পয়েন্ট হলেই চলে এমন ম্যাচে দলগুলো নেতিবাচক ফুটবল খেলে। এটি রুখতেই ফিফা চাইছে, ম্যাচ নির্ধারিত ৯০ মিনিটে ড্র হওয়ার পর পেনাল্টি শ্যুট আউটের মাধ্যমে বিজয়ী নির্ধারণ করতে। এখনকার নিয়মে নকআউট পর্বের ম্যাচগুলোতেই কেবল টাইব্রেকার হয়।
আরেকটি বিকল্প হিসেবে ‘গোল্ডেন গোল’ ফিরিয়ে আনার কথা ভাবছে ফিফা। ১৯৯৮ বিশ্বকাপে এই নিয়মটি ছিল। যে নিয়মে অতিরিক্ত সময়ে কোনো দল গোল করার সঙ্গে সঙ্গেই খেলা শেষ হয়ে যেত। বিতর্কের কারণে নিয়মটি বাতিল করে দেওয়া হয়।
বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে ‘ড্র’ তুলে দেওয়ার কথা ভাবা হচ্ছে। পাশাপাশি ৩০ মিনিটের অতিরিক্ত সময়ও তুলে দেওয়ার কথা ভাবছে ফিফা। গ্রুপ পর্বে কোনো ম্যাচ ড্র হলে বর্তমান নিয়মে পয়েন্ট ভাগাভাগি হয়। অনেক সময় এক পয়েন্ট হলেই চলে এমন ম্যাচে দলগুলো নেতিবাচক ফুটবল খেলে। এটি রুখতেই ফিফা চাইছে, ম্যাচ নির্ধারিত ৯০ মিনিটে ড্র হওয়ার পর পেনাল্টি শ্যুট আউটের মাধ্যমে বিজয়ী নির্ধারণ করতে। এখনকার নিয়মে নকআউট পর্বের ম্যাচগুলোতেই কেবল টাইব্রেকার হয়।
আরেকটি বিকল্প হিসেবে ‘গোল্ডেন গোল’ ফিরিয়ে আনার কথা ভাবছে ফিফা। ১৯৯৮ বিশ্বকাপে এই নিয়মটি ছিল। যে নিয়মে অতিরিক্ত সময়ে কোনো দল গোল করার সঙ্গে সঙ্গেই খেলা শেষ হয়ে যেত। বিতর্কের কারণে নিয়মটি বাতিল করে দেওয়া হয়।
No comments