গ্রাউন্ড জিরোর কাছে মসজিদ নির্মাণে সমর্থন ওবামার
যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরে টুইন টাওয়ার দুর্ঘটনাস্থল ‘গ্রাউন্ড জিরো’র কাছে একটি মসজিদ নির্মাণের পরিকল্পনার প্রতি সমর্থন জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। গত শুক্রবার রাতে ওবামা বলেন, ‘একজন নাগরিক এবং একজন প্রেসিডেন্ট হিসেবে আমি বিশ্বাস করি, ধর্মীয় আচার পালনের ক্ষেত্রে দেশের অন্য ধর্মাবলম্বীদের মতো মুসলিমদেরও সমান অধিকার রয়েছে।’
গ্রাউন্ড জিরোতে এই মসজিদ নির্মাণ নিয়ে বিতর্ক চলছে। মার্কিন নাগরিকদের একটি অংশ এই মসজিদ নির্মাণ পরিকল্পনার বিরোধী। মসজিদ নির্মাণে বিরোধিতায় নেতৃত্ব দিচ্ছেন সাবেক ভাইস প্রেসিডেন্ট পদপ্রার্থী সারাহ পেলিন, মার্কিন প্রতিনিধি পরিষদে রিপাবলিকান দলীয় সাবেক স্পিকার নেওট জিংরিচের মতো রাজনীতিকেরা। তাঁদের সঙ্গে রয়েছে অ্যান্টি-ডিফেমেশন নামের ইহুদিবাদী সংগঠন।
শুক্রবার হোয়াইট হাউসে রমজান শুরু উপলক্ষে আয়োজিত ইফতার অনুষ্ঠানে ওবামা বলেন, ‘এটা আমেরিকা এবং ধর্মীয় স্বাধীনতা রক্ষার বিষয়ে আমাদের প্রতিশ্রুতি অবশ্যই অপরিবর্তিত থাকবে। সে অনুযায়ী লোয়ার ম্যানহাটনে ব্যক্তিমালিকানাধীন জমিতে একটি ধর্মীয় স্থাপনা ও কমিউনিটি সেন্টার নির্মানের অধিকার রয়েছে।’
লোয়ার ম্যানহাটনে করডোবা হাউস নামের কমিউনিটি হল ও একটি মসজিদ নির্মাণের অনুমোদন দিয়েছে নিউইয়র্ক নগর কর্তৃপক্ষ। ৩ আগস্ট নিউইয়র্কের সিটি কমিশন সর্বসম্মতিক্রমে এই পরিকল্পনা অনুমোদন করলে একটি অংশ খুশি হয়ে ওঠে। কিন্তু আরেকটি অংশ এই সিদ্ধান্তের নিন্দা জানায়। এর আগে হোয়াইট হাউস আনুষ্ঠানিকভাবে এই বিতর্কে কোনো মত দেয়নি। হোয়াইট হাউসের মুখপাত্র রবার্ট গিবস বলেছিলেন, এটি নিউইয়র্কের নিজস্ব ব্যাপার।
২০০১ সালের ১১ সেপ্টেম্বর নিউইয়র্কে সন্ত্রাসী হামলায় টুইন টাওয়ার ধসে পড়ার স্থানের খুব কাছেই ১০ কোটি ডলারের এই ইসলামিক সেন্টার ও মসজিদ নির্মাণ করা হচ্ছে। ওবামার শুক্রবারের বক্তব্যের সমর্থন জানিয়েছেন নিউইয়র্কের মেয়র মাইকেল ব্লুমবার্গ। কিন্তু নিউইয়র্কে রিপাবলিকান দলীয় কংগ্রেস সদস্য পিটার কিং বলেছেন, ‘ওবামা ভুল করছেন। এই মসজিদ নির্মাণ করা হলে টুইন টাওয়ার হামলায় ক্ষতিগ্রস্তদের অনুভূতিতে আঘাত লাগবে।’
সম্প্রতি সিএনএন পরিচালিত এক জরিপে দেখা গেছে, প্রায় ৭০ শতাংশ মার্কিন নাগরিক এই মসজিদ নির্মাণ পরিকল্পনার বিরোধিতা করছে। ডেমোক্র্যাট দলীয় রাজনীতিকদের একটি বড় অংশ বিতর্কিত এই বিষয়টি নিয়ে কোনো মন্তব্য করা থেকে বিরত রয়েছে।
No comments