রিয়ালেই যেতে চান ওজিল
ভেরডার ব্রেমেনের সঙ্গে চুক্তি আছে আর মাত্র এক বছরের। কিন্তু এই মৌসুমেই হয়তো মেসুত ওজিলকে বিক্রি করে দিতে পারে জার্মানির এই ক্লাব। গত বিশ্বকাপের তরুণ তারকা কাল আবারও জানিয়ে দিলেন তাঁর মন উড়ে গেছে রিয়ালে, ‘রিয়াল মাদ্রিদে খেলতে চাই।’ রিয়ালের মতো বড় ক্লাবে খেলার স্বপ্ন কার না থাকে? সেই স্বপ্ন পূরণের সুযোগটাও হাত পেতে নিতে চান জার্মানির এই প্লে-মেকার, ‘যখন আপনি এমন একটা সুযোগ পাবেন, তখন সেটা লুফে নিতে চাইবেন।’
রিয়াল মাদ্রিদের ক্রীড়া পরিচালক হোর্হে ভালদানো স্বীকার করেছেন, তাঁরা ভেরডার ব্রেমেনের কাছে ওজিলের জন্য প্রস্তাব পাঠিয়েছিলেন। কিন্তু প্রস্তাবটা আলোচনায় বসার যোগ্য নয় বলে তা প্রত্যাখ্যান করেন জার্মান ক্লাবটির কর্মকর্তা ক্লাউস অ্যালোফস। গত শুক্রবার রাতে টেলিভিশনের মাধ্যমে এটা জেনেছেন ওজিল। কিন্তু ব্রেমেন রিয়ালের প্রস্তাব প্রত্যাখ্যান করায় ওজিল এখন হতাশ, ‘বিষয়টা শুনে আমি খুবই কষ্ট পেয়েছি। এবং আমি অ্যালোফসকে সেটা জানিয়েছিও।’
ব্রেমেনে যখন ওজিলকে ছাড়ার ব্যাপারে কথাবার্তা চলছে, রিয়াল মাদ্রিদের নতুন কোচ হোসে মরিনহোও খুঁজছেন নতুন খেলোয়াড়। দুইয়ে দুইয়ে চার মেলার মতো অবস্থা। ওজিল তাহলে রিয়ালেই যাচ্ছেন? কিন্তু মরিনহো বলে দিয়েছেন, তিনি চাইলেই হবে না, চাইতে হবে ক্লাব কর্তৃপক্ষকেও, ‘কোনো কোচই নতুন খেলোয়াড় নেওয়ার ব্যাপারে না বলতে পারে না। কিন্তু ব্যাপারটা আসলে ক্লাবের হাতে।’
রিয়াল মাদ্রিদের ক্রীড়া পরিচালক হোর্হে ভালদানো স্বীকার করেছেন, তাঁরা ভেরডার ব্রেমেনের কাছে ওজিলের জন্য প্রস্তাব পাঠিয়েছিলেন। কিন্তু প্রস্তাবটা আলোচনায় বসার যোগ্য নয় বলে তা প্রত্যাখ্যান করেন জার্মান ক্লাবটির কর্মকর্তা ক্লাউস অ্যালোফস। গত শুক্রবার রাতে টেলিভিশনের মাধ্যমে এটা জেনেছেন ওজিল। কিন্তু ব্রেমেন রিয়ালের প্রস্তাব প্রত্যাখ্যান করায় ওজিল এখন হতাশ, ‘বিষয়টা শুনে আমি খুবই কষ্ট পেয়েছি। এবং আমি অ্যালোফসকে সেটা জানিয়েছিও।’
ব্রেমেনে যখন ওজিলকে ছাড়ার ব্যাপারে কথাবার্তা চলছে, রিয়াল মাদ্রিদের নতুন কোচ হোসে মরিনহোও খুঁজছেন নতুন খেলোয়াড়। দুইয়ে দুইয়ে চার মেলার মতো অবস্থা। ওজিল তাহলে রিয়ালেই যাচ্ছেন? কিন্তু মরিনহো বলে দিয়েছেন, তিনি চাইলেই হবে না, চাইতে হবে ক্লাব কর্তৃপক্ষকেও, ‘কোনো কোচই নতুন খেলোয়াড় নেওয়ার ব্যাপারে না বলতে পারে না। কিন্তু ব্যাপারটা আসলে ক্লাবের হাতে।’
No comments