পাকিস্তানের কিছু স্কুল খুলেছে
ছয় দিন বন্ধ থাকার পর পাকিস্তানের বেশ কিছু স্কুল গতকাল সোমবার আবার খুলেছে। রাজধানী ইসলামাবাদে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বোমা হামলার পর দেশটির সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছিল।
শিক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র আতিকুর রেহমান জানান, কেন্দ্রীয় শিক্ষা অধিদপ্তরের অধীন ৪১৭টি স্কুল গতকাল আবারও খোলা হয়েছে। স্কুল চলাকালীন নিরাপত্তা নিশ্চিত করার জন্য পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে। পাঞ্জাব ও সিন্ধু প্রদেশের অধিকাংশ স্কুল খুলেছে। উত্তর-পশ্চিম সীমান্ত প্রদেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো আগামী ২ নভেম্বর খুলবে।
বেলুচিস্তান প্রদেশের শিক্ষামন্ত্রীকে গত রোববার অজ্ঞাত পরিচয় বন্দুকধারীরা গুলি করে হত্যা করে। এ ঘটনায় প্রদেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান আরও তিন দিন বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইসলামাবাদের অধিকাংশ বেসরকারি স্কুল গতকাল খুলেনি। স্কুলগুলো আরও অন্তত এক সপ্তাহ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।
দেশটির দক্ষিণ ওয়াজিরিস্তানে তালেবান জঙ্গিদের নির্মূল করতে সেনা অভিযান চলছে। জঙ্গিরা এই অভিযানের প্রতিবাদে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে হামলা চালাতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
শিক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র আতিকুর রেহমান জানান, কেন্দ্রীয় শিক্ষা অধিদপ্তরের অধীন ৪১৭টি স্কুল গতকাল আবারও খোলা হয়েছে। স্কুল চলাকালীন নিরাপত্তা নিশ্চিত করার জন্য পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে। পাঞ্জাব ও সিন্ধু প্রদেশের অধিকাংশ স্কুল খুলেছে। উত্তর-পশ্চিম সীমান্ত প্রদেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো আগামী ২ নভেম্বর খুলবে।
বেলুচিস্তান প্রদেশের শিক্ষামন্ত্রীকে গত রোববার অজ্ঞাত পরিচয় বন্দুকধারীরা গুলি করে হত্যা করে। এ ঘটনায় প্রদেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান আরও তিন দিন বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইসলামাবাদের অধিকাংশ বেসরকারি স্কুল গতকাল খুলেনি। স্কুলগুলো আরও অন্তত এক সপ্তাহ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।
দেশটির দক্ষিণ ওয়াজিরিস্তানে তালেবান জঙ্গিদের নির্মূল করতে সেনা অভিযান চলছে। জঙ্গিরা এই অভিযানের প্রতিবাদে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে হামলা চালাতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
No comments