ভারতের পরমাণু পরীক্ষা ছিল পুরোপুরি সফল
ভারতের ১৯৯৮ সালের পরমাণু পরীক্ষার সফলতা নিয়ে সন্দেহ নাকচ করে দিয়েছেন ভারতের প্রধান সামরিক বিজ্ঞানী রাজাগোপালা চিদাম্বরম। গতকাল বৃহস্পতিবার তিনি বলেন, ওই পরীক্ষা ছিল পুরোপুরি সফল এবং পরীক্ষার মাধ্যমে সব লক্ষ্যমাত্রা অর্জিত হয়েছে।
রাজাগোপালা চিদাম্বরম মুম্বাইতে সাংবাদিকদের বলেন, ‘সাবেক সহকর্মীদের অপ্রয়োজনীয় বিতর্কে আমি হতাশ।’
সংবাদ সম্মেলনে তিনি বলেন, বৈজ্ঞানিক লক্ষ্যমাত্রা অর্জনের দিক থেকে ১৯৯৮ সালের মে মাসের পরীক্ষা ছিল পুরোপুরি সফল।
উল্লেখ্য, সম্প্রতি ভারতের শীর্ষস্থানীয় পরমাণুবিজ্ঞানী এস সান্থানাম বলেছেন, ওই পরমাণু পরীক্ষা ছিল আংশিক সফল। ১৯৯৮ সালের পরমাণু পরীক্ষার সাইট প্রিপারেশন পরিচালক ছিলেন তিনি। তিনি আরও বলেন, ওই সময় পরীক্ষার ফলাফল সম্পর্কে যে দাবি করা হয়েছিল, তা ছিল ওই দাবির চেয়ে অনেক দুর্বল।
রাজাগোপালা চিদাম্বরম মুম্বাইতে সাংবাদিকদের বলেন, ‘সাবেক সহকর্মীদের অপ্রয়োজনীয় বিতর্কে আমি হতাশ।’
সংবাদ সম্মেলনে তিনি বলেন, বৈজ্ঞানিক লক্ষ্যমাত্রা অর্জনের দিক থেকে ১৯৯৮ সালের মে মাসের পরীক্ষা ছিল পুরোপুরি সফল।
উল্লেখ্য, সম্প্রতি ভারতের শীর্ষস্থানীয় পরমাণুবিজ্ঞানী এস সান্থানাম বলেছেন, ওই পরমাণু পরীক্ষা ছিল আংশিক সফল। ১৯৯৮ সালের পরমাণু পরীক্ষার সাইট প্রিপারেশন পরিচালক ছিলেন তিনি। তিনি আরও বলেন, ওই সময় পরীক্ষার ফলাফল সম্পর্কে যে দাবি করা হয়েছিল, তা ছিল ওই দাবির চেয়ে অনেক দুর্বল।
No comments