ইরানে বিরোধীদের শোকসভায় পুলিশের হামলা, সংঘর্ষ
ইরানের রাজধানী তেহরানে গত বৃহস্পতিবার বিরোধীদের একটি সমাবেশে হামলা চালিয়ে সেটি ছত্রভঙ্গ করে দিয়েছে দাঙ্গা পুলিশ। গত মাসে সে দেশে প্রেসিডেন্ট নির্বাচন-পরবর্তী বিক্ষোভে নিহতদের স্মরণে আয়োজিত স্মরণসভার প্রতি সরকারি নিষেধাজ্ঞার প্রতিবাদে ওই সমাবেশের আয়োজন করা হয়েছিল। এ ছাড়া একই দিন সন্ধ্যায় ওই নিহতদের কবরস্থানের পাশে আয়োজিত একটি স্মরণানুষ্ঠানেও পুলিশের সঙ্গে বিরোধীদের সংঘর্ষ হয়।
গত ১২ জুন প্রেসিডেন্ট নির্বাচনে কারচুপির অভিযোগে পরাজিত প্রার্থী মির হোসেইন মৌসাভির সমর্থকেরা বিক্ষোভ করে। ওই বিক্ষোভে নেদা আঘা-সুলতানা নামের এক তরুণীসহ কমপক্ষে ১৭ জন নিহত হয়। ওই বিক্ষোভের তিন সপ্তাহ পর তেহরানে এটাই সবচেয়ে বড় সহিংসতার ঘটনা।
প্রত্যক্ষদর্শীরা জানায়, মধ্য তেহরানে একটি ঈদগাহে বিক্ষোভকারীরা সমবেত হলে পুলিশ কাঁদানে গ্যাস ছুড়ে ও লাঠিপেটা করে বিরোধীদের ছত্রভঙ্গ করে দেয়। বিক্ষোভকারীরা এ সময় রাস্তার পাশে আবর্জনার স্তূপে আগুন ধরিয়ে দেয়। কয়েক শ বিক্ষোভকারী মোটরসাইকেলের হর্ন বাজিয়ে প্রতিবাদ জানায়।
গত ১২ জুন প্রেসিডেন্ট নির্বাচনে কারচুপির অভিযোগে পরাজিত প্রার্থী মির হোসেইন মৌসাভির সমর্থকেরা বিক্ষোভ করে। ওই বিক্ষোভে নেদা আঘা-সুলতানা নামের এক তরুণীসহ কমপক্ষে ১৭ জন নিহত হয়। ওই বিক্ষোভের তিন সপ্তাহ পর তেহরানে এটাই সবচেয়ে বড় সহিংসতার ঘটনা।
প্রত্যক্ষদর্শীরা জানায়, মধ্য তেহরানে একটি ঈদগাহে বিক্ষোভকারীরা সমবেত হলে পুলিশ কাঁদানে গ্যাস ছুড়ে ও লাঠিপেটা করে বিরোধীদের ছত্রভঙ্গ করে দেয়। বিক্ষোভকারীরা এ সময় রাস্তার পাশে আবর্জনার স্তূপে আগুন ধরিয়ে দেয়। কয়েক শ বিক্ষোভকারী মোটরসাইকেলের হর্ন বাজিয়ে প্রতিবাদ জানায়।
No comments