সফল অভিযান শেষে ফিরছে এনডেভর
আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে (আইএসএস) দীর্ঘ অভিযান শেষে পৃথিবীতে ফিরে আসার জন্য প্রস্তুত খেয়াযান এনডেভরের নভোচারীরা। গতকাল শুক্রবারই তাঁদের পৃথিবীতে ফিরে আসার কথা।
আবহাওয়ার পূর্বাভাসে জানা গেছে, যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় নাসার কেনেডি মহাকাশকেন্দ্রের কাছে বৃষ্টিপাত হওয়ার সামান্য আশঙ্কা রয়েছে। বৃষ্টিপাত হলে নভোচারীদের অতিরিক্ত একটি দিন কক্ষপথে থাকতে হতে পারে।
এনডেভরের কমান্ডার মার্ক পোলানস্কি বলেন, প্রাথমিক লক্ষ্যগুলো তাঁরা সফলভাবে শেষ করেছেন। এখন সময় হয়েছে পৃথিবীতে ফেরার।
এনডেভরের নভোচারীরা তাঁদের মহাকাশ অভিযানে জাপানের কিবো সায়েন্স ল্যাবরেটরির চূড়ান্ত অংশ সংস্থাপন করেন।
এ ছাড়া আরও কিছু খুচরা যন্ত্রাংশ স্থাপন করেন তাঁরা। স্টেশনের বিদ্যুৎসংরক্ষণ মডিউলে পুরোনো ছয়টি ব্যাটারি বদলে নতুন ব্যাটারি স্থাপন করেন নভোচারীরা।
এনডেভরের নভোচারীদের আইএসএসে অবস্থানের সময় সেখানে উপস্থিত ছিলেন রেকর্ডসংখ্যক নভোচারী। ইউরোপ, জাপান, কানাডা, রাশিয়া ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরা একসঙ্গে সেখানে উপস্থিত ছিলেন।
এই অভিযানে রেকর্ড পাঁচবার মহাশূন্যে হেঁটেছেন নভোচারীরা। একজন নভোচারীর স্পেস স্যুটে সমস্যা দেখা দেওয়ায় মহাশূন্য পদচারণ একবার সংক্ষিপ্ত করা হয়েছিল।
১৫ জুলাই এনডেভর উেক্ষপণ করা হয়। এর আগে প্রতিকূল আবহাওয়া ও কারিগরি ত্রুটির কারণে পাঁচবার এনডেভরের উেক্ষপণ স্থগিত করা হয়।
আবহাওয়ার পূর্বাভাসে জানা গেছে, যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় নাসার কেনেডি মহাকাশকেন্দ্রের কাছে বৃষ্টিপাত হওয়ার সামান্য আশঙ্কা রয়েছে। বৃষ্টিপাত হলে নভোচারীদের অতিরিক্ত একটি দিন কক্ষপথে থাকতে হতে পারে।
এনডেভরের কমান্ডার মার্ক পোলানস্কি বলেন, প্রাথমিক লক্ষ্যগুলো তাঁরা সফলভাবে শেষ করেছেন। এখন সময় হয়েছে পৃথিবীতে ফেরার।
এনডেভরের নভোচারীরা তাঁদের মহাকাশ অভিযানে জাপানের কিবো সায়েন্স ল্যাবরেটরির চূড়ান্ত অংশ সংস্থাপন করেন।
এ ছাড়া আরও কিছু খুচরা যন্ত্রাংশ স্থাপন করেন তাঁরা। স্টেশনের বিদ্যুৎসংরক্ষণ মডিউলে পুরোনো ছয়টি ব্যাটারি বদলে নতুন ব্যাটারি স্থাপন করেন নভোচারীরা।
এনডেভরের নভোচারীদের আইএসএসে অবস্থানের সময় সেখানে উপস্থিত ছিলেন রেকর্ডসংখ্যক নভোচারী। ইউরোপ, জাপান, কানাডা, রাশিয়া ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরা একসঙ্গে সেখানে উপস্থিত ছিলেন।
এই অভিযানে রেকর্ড পাঁচবার মহাশূন্যে হেঁটেছেন নভোচারীরা। একজন নভোচারীর স্পেস স্যুটে সমস্যা দেখা দেওয়ায় মহাশূন্য পদচারণ একবার সংক্ষিপ্ত করা হয়েছিল।
১৫ জুলাই এনডেভর উেক্ষপণ করা হয়। এর আগে প্রতিকূল আবহাওয়া ও কারিগরি ত্রুটির কারণে পাঁচবার এনডেভরের উেক্ষপণ স্থগিত করা হয়।
No comments