ম্যানইউকে হারিয়ে দিল বায়ার্ন
জার্মানির বিখ্যাত গাড়ি প্রস্তুতকারী অডির ১০০ বছর পূর্তি হলো এবার। সেই উপলক্ষে জার্মানিতে দুই দিনের সংক্ষিপ্ত একটা ফুটবল টুর্নামেন্ট হলো। আর সেই টুর্নামেন্টের শিরোপাটি ঘরেই রেখে দিল বায়ার্ন মিউনিখ। পরশু অডি কাপের ফাইনালে টাইব্রেকে ম্যানচেস্টার ইউনাইটেডকে ৭-৬ ব্যবধানে হারিয়েছে তারা।
চারটি ক্লাব এই প্রাক-মৌসুম টুর্নামেন্টে অংশ নিয়েছিল। ২৯ জুলাই প্রথম সেমিফাইনালে আর্জেন্টিনার বোকা জুনিয়র্সকে ২-১ গোলে হারিয়ে ফাইনালে ওঠে ম্যানইউ। আর দ্বিতীয় সেমিফাইনালে ইতালির এসি মিলানকে ৪-১ গোলে হারায় বায়ার্ন।
পরশু তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচটাও গড়িয়েছিল টাইব্রেকে। সেখানে মিলানকে ৪-২ ব্যবধানে হারিয়েছে হুয়ান রোমান রিকুয়েমের দল। ফাইনালটাও নির্ধারিত সময়ে কোনো ফল দিতে পারেনি। গোলশূন্য ড্রয়ের পর টাইব্রেকের লটারি। আর উত্তেজনা ছড়িয়ে আটটি শটের টাইব্রেক দেখল মিউনিখের আলিয়াঞ্জ অ্যারেনা স্টেডিয়াম। ম্যানইউর প্যাট্রিস এভরা আর জনি ইভান্স গোল করতে ব্যর্থ হলে প্রথম অডি কাপের শিরোপা নিয়ে উল্লাসে মেতেছে গত বুন্দেসলিগায় মাত্র ২ পয়েন্ট পেছনে থেকে রানার্সআপ হওয়া বায়ার্ন। ওয়েবসাইট।
চারটি ক্লাব এই প্রাক-মৌসুম টুর্নামেন্টে অংশ নিয়েছিল। ২৯ জুলাই প্রথম সেমিফাইনালে আর্জেন্টিনার বোকা জুনিয়র্সকে ২-১ গোলে হারিয়ে ফাইনালে ওঠে ম্যানইউ। আর দ্বিতীয় সেমিফাইনালে ইতালির এসি মিলানকে ৪-১ গোলে হারায় বায়ার্ন।
পরশু তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচটাও গড়িয়েছিল টাইব্রেকে। সেখানে মিলানকে ৪-২ ব্যবধানে হারিয়েছে হুয়ান রোমান রিকুয়েমের দল। ফাইনালটাও নির্ধারিত সময়ে কোনো ফল দিতে পারেনি। গোলশূন্য ড্রয়ের পর টাইব্রেকের লটারি। আর উত্তেজনা ছড়িয়ে আটটি শটের টাইব্রেক দেখল মিউনিখের আলিয়াঞ্জ অ্যারেনা স্টেডিয়াম। ম্যানইউর প্যাট্রিস এভরা আর জনি ইভান্স গোল করতে ব্যর্থ হলে প্রথম অডি কাপের শিরোপা নিয়ে উল্লাসে মেতেছে গত বুন্দেসলিগায় মাত্র ২ পয়েন্ট পেছনে থেকে রানার্সআপ হওয়া বায়ার্ন। ওয়েবসাইট।
No comments