বিশ্ব মানবিক দিবস পালন
বিশ্বব্যাপী মানবিক সহায়তা কার্যক্রম সম্পর্কে জনসাধারণকে অবহিত করতে ও মানবিক দায়িত্ব পালন করতে গিয়ে যাঁরা নিজেদের প্রাণ উত্সর্গ করেছেন অথবা আহত হয়েছেন তাঁদের প্রতি শ্রদ্ধা জানানোর মধ্য দিয়ে জাতিসংঘ গতকাল বুধবার প্রথমবারের মতো বিশ্ব মানবিক দিবস পালন করেছে।
নিউইয়র্কে নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়। এতে জাতিসংঘের মহাসচিব বান কি মুন যোগ দেন। দিবসটি উপলক্ষে গতকাল জেনেভায় বিভিন্ন মানবিক সংস্থার প্রধান ও প্রতিনিধিরা সমবেত হন।
মানবিক দায়িত্ব পালন করতে গিয়ে গত বছর অন্তত ১২২ জন ত্রাণকর্মী নিহত হন। গতকাল ছিল ইরাকে জাতিসংঘ অফিসে বোমা হামলার ছয় বছর পূর্তির দিন। ২০০৩ সালের এই দিনে ইরাকের বাগদাদে জাতিসংঘ অফিসে সন্ত্রাসী হামলায় ২২ জন মানবিক ত্রাণকর্মী নিহত হন।
২০০৮ সালের ডিসেম্বর মাসে জাতিসংঘের সাধারণ পরিষদ ২০০৯ সালের ১৯ আগস্টকে প্রথম বিশ্ব মানবিক দিবস হিসেবে ঘোষণা দেয়।
নিউইয়র্কে নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়। এতে জাতিসংঘের মহাসচিব বান কি মুন যোগ দেন। দিবসটি উপলক্ষে গতকাল জেনেভায় বিভিন্ন মানবিক সংস্থার প্রধান ও প্রতিনিধিরা সমবেত হন।
মানবিক দায়িত্ব পালন করতে গিয়ে গত বছর অন্তত ১২২ জন ত্রাণকর্মী নিহত হন। গতকাল ছিল ইরাকে জাতিসংঘ অফিসে বোমা হামলার ছয় বছর পূর্তির দিন। ২০০৩ সালের এই দিনে ইরাকের বাগদাদে জাতিসংঘ অফিসে সন্ত্রাসী হামলায় ২২ জন মানবিক ত্রাণকর্মী নিহত হন।
২০০৮ সালের ডিসেম্বর মাসে জাতিসংঘের সাধারণ পরিষদ ২০০৯ সালের ১৯ আগস্টকে প্রথম বিশ্ব মানবিক দিবস হিসেবে ঘোষণা দেয়।
No comments