তালেবান মুখপাত্র মৌলভি ওমরকে জিজ্ঞাসাবাদ অব্যাহত
পাকিস্তানের গোয়েন্দা কর্মকর্তারা সে দেশের তালেবানের প্রধান মুখপাত্র মৌলভি ওমরকে জিজ্ঞাসাবাদ অব্যাহত রেখেছেন। তাঁকে গত সোমবার রাতে দক্ষিণ ওয়াজিরিস্তানের মোহমান্দ উপজাতীয় এলাকা থেকে আটক করা হয়। কর্মকর্তারা জানিয়েছেন, জিজ্ঞাসাবাদে মৌলভি ওমর নিশ্চিত করেছেন, এ মাসের শুরুর দিকে মার্কিন বিমান হামলায় তালেবান নেতা বায়তুল্লাহ মেহসুদ নিহত হয়েছেন। তালেবানরা এর আগে পাকিস্তান ও যুক্তরাষ্ট্রের এ দাবি নাকচ করে দিয়েছিল।
কর্মকর্তারা আরও জানিয়েছেন, হরকত জিহাদ-ই-ইসলামির একজন কমান্ডার কারি সাইফুল্লাহকে ইসলামাবাদের একটি হাসপাতাল থেকে চিকিত্সাধীন অবস্থায় আটক করা হয়েছে। তিনি ক্ষেপণাস্ত্র হামলায় আহত হয়ে থাকতে পারেন।
পুলিশ জানিয়েছে, মৌলভি ওমর ও কারি সাইফুল্লাহ উভয়কে জিজ্ঞাসাবাদ চলছে। আফগানিস্তান ও পাকিস্তানে জঙ্গি হামলার সঙ্গে তাঁদের কোনো সম্পৃক্ততা আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
মৌলভি ওমর তেহরিক-ই-তালেবানের মুখপাত্র। তিনি বায়তুল্লাহ মেহসুদের একজন ঘনিষ্ঠ সহযোগী। তিনি তালেবানের বিভিন্ন সংগঠনের মধ্যে যোগাযোগ রক্ষা করতেন।
কর্মকর্তারা আরও জানিয়েছেন, হরকত জিহাদ-ই-ইসলামির একজন কমান্ডার কারি সাইফুল্লাহকে ইসলামাবাদের একটি হাসপাতাল থেকে চিকিত্সাধীন অবস্থায় আটক করা হয়েছে। তিনি ক্ষেপণাস্ত্র হামলায় আহত হয়ে থাকতে পারেন।
পুলিশ জানিয়েছে, মৌলভি ওমর ও কারি সাইফুল্লাহ উভয়কে জিজ্ঞাসাবাদ চলছে। আফগানিস্তান ও পাকিস্তানে জঙ্গি হামলার সঙ্গে তাঁদের কোনো সম্পৃক্ততা আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
মৌলভি ওমর তেহরিক-ই-তালেবানের মুখপাত্র। তিনি বায়তুল্লাহ মেহসুদের একজন ঘনিষ্ঠ সহযোগী। তিনি তালেবানের বিভিন্ন সংগঠনের মধ্যে যোগাযোগ রক্ষা করতেন।
No comments