অস্কারে ভারতের বাজি ‘লাপাতা লেডিজ’
আগামী বছর অস্কারে ভারতের অফিশিয়াল এন্ট্রি হিসাবে বেছে নেওয়া হলো বলিউড ছবি ‘লাপাতা লেডিজ’-কে । ‘গাঁয়ের বধূ’দের কথা ভারতীয় দর্শকমহলে তুমুল প্রশংসিত হয়েছে। এবার বিদেশের মঞ্চের পালা। আসন্ন অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসে সেরা বিদেশি ভাষার ছবির খেতাবের জন্য ভারতের পক্ষ থেকে পাঠানো হয়েছে কিরণ রাও পরিচালিত এই ছবিকে। অসমীয়া পরিচালক জাহ্নু বড়ুয়ার নেতৃত্বাধীন ১৩ সদস্যের কমিটিতে সকলের মতামত নিয়ে আমির খান প্রযোজিত এই ছবিটিকে বেছে নেয়া হয়েছে ভারত থেকে অস্কারে প্রতিযোগিতা করার জন্য। সেটি অস্কারে নমিনেশন পাবে কিনা তা দেখার অপেক্ষা। এছাড়াও তালিকায় ছিল তামিল ছবি মহারাজা, তেলুগু শিরোনামের কল্কি ২৮৯৮ এডি, হনু-ম্যান। সেই সঙ্গে হিন্দি ছবির মধ্যে ছিল স্বতন্ত্র বীর সাভারকর এবং আর্টিকেল ৩৭০। আর গত বছর পাঠানো হয়েছিল মালয়ালম ছবি ২০১৮: এভরিবডি ইজ আ হিরো। ২৯টি হিন্দি ছবির মধ্যে বেছে নেয়া হয়েছে কিরণ পরিচালিত এই ছবিটিকে। প্রায় পাঁচ কোটি টাকা বাজেটে তৈরি ছবির আয় পঁচিশ কোটি টাকার একটু বেশি। তবে সমালোচকমহলে তা সমাদৃত এবং পরবর্তীকালে ওটিটিতে বহু দর্শক ছবিটি দেখেছেন ও প্রশংসা করেছেন। ‘গাঁয়ের বধূ’দের কথা যে দর্শকদের এত পছন্দ হবে তা আগে অনেকেই বুঝতে পারেনি। কিন্তু স্পর্শ শ্রীবাস্তব, নীতাংশি গোয়েল ও প্রতিভা রান্টার মতো তরুণ তুর্কিদের নিয়ে কামাল দেখিয়েছেন পরিচালক কিরণ রাও। এর আগে অস্কার প্রসঙ্গে প্রতিক্রিয়া দিতে গিয়ে তিনি বলেছিলেন, ‘যদি এমনটা হয় তাহলে আমার স্বপ্ন সত্যি হবে। কিন্তু সবকিছুরই তো একটা পদ্ধতি থাকে। আমি শুধু আশা করতে পারি।' লাপাতা লেডিজ ২০০১ সালের প্রেক্ষাপটে গ্রামীণ ভারতের দুটি মেয়ের একটি হৃদয়গ্রাহী গল্প। যারা দুর্ঘটনাক্রমে ট্রেনে যাওয়ার সময় অদলবদল হয়ে যায়। প্রসঙ্গত, এর আগে ‘লগান’ ছবির সৌজন্যে অস্কার অনুষ্ঠানে যাওয়ার সুযোগ পেয়েছিলেন আমির খান।
সূত্র : এনডিটিভি
No comments