বাফুফে সভাপতি পদে নির্বাচনের ঘোষণা দিয়ে যা বললেন তাবিথ আউয়াল
শেখ কামালের নামে চট্টগ্রামে আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টও করেছেন রুহুল আমিন। কথায় কথায় ‘জয় বাংলা জয় বঙ্গবন্ধু’ বলে মুখে ফেনা তোলা তরফদার রুহল আমিন কিনা রাজনৈতিক পটপরিবর্তনের পর ভোল পাল্টে ফেলে চাইছেন ফুটবলের মসনদে বসতে। এতে তাকে সহায়তা করছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) একটি অংশ। তবে প্রার্থীতার ঘোষণা দিতে এসে এসব আমলে নিতে চাইছেন না তাবিথ আউয়াল। বলেন, ‘এখনো কেউ আনুষ্ঠানিক ভাবে প্রার্থী হয়নি। সবাই সবার আাগ্রহের কথা জানাচ্ছেন। আগে তফসিল ঘোষণা হোক, মনোনয়ন কেনার পর বলতে পারবো আমার বিপক্ষে কে প্রার্থী। তখন এ বিষয়ে কথা বলতে পারবো।’ সভাপতি পদে এবারই প্রথম লড়তে যাচ্ছেন তাবিথ। এর আগে ২০১২ ও ২০১৬ সালের নির্বাচনে স্বতন্ত্রভাবে লড়ে বাফুফের সহ-সভাপতি হয়েছিলেন তিনি। কিন্তু সবশেষ ২০২০ সালের নির্বাচনে হেরে যান এই সংগঠক। টানা চতুর্থবার নির্বাচন করতে যাচ্ছেন তিনি। তাবিথ আউয়াল, বলেন, ‘আমি গত তিনটি নির্বাচন করেছি। এবারও আমি লড়বো। আর সেটা সভাপতি পদে। আমি আশাবাদী জিতবো।’ সভাপতি পদে জিতলে কী করবেন, সেই পরিকল্পনার কথা পরে জানাবেন
তাবিথ।
ফুটবলকে সামনে এগিয়ে নিতে পারবেন, এমন বিশ্বাস নিজের ওপর আছে জানিয়ে বলেন, ‘নির্বাচনে প্রার্থিতা পেশ করে আমার নির্বাচনী প্রতিশ্রুতির ব্যাপারে জানাবো। নির্বাচনী ইশতেহারের ব্যাপারে এখনই কিছু বলতে চাইছি না। তবে এটুকু বলতে পারি, আমি সভাপতি হলে খেলার মাঠে চমক দেখাবো। ফুটবলকে পরের ধাপে নিতে পারবো আশা করি।’ ঐকমত্যের প্যানেল হবে কি না, এমন প্রশ্নে তাবিথ বলেন, প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনকে স্বাগত জানাবেন তিনি। এরই মধ্যে শোনা যাচ্ছে, আরও দুই-একজন সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন। তাবিথ আগে দেখতে চান কারা আসেন। তারপর প্যানেল করার ব্যাপারে সিদ্ধান্ত জানাবেন। তাবিথের পরিচয় অনেক, ব্যবসায়ী, বিএনপির জাতীয় কমিটিতে আছেন। ঢাকা উত্তর সিটির নির্বাচনে মেয়র পদে লড়াই করেছেন দুইবার। ফুটবল সংগঠক। প্রিমিয়ার থেকে বিদায় নেওয়া ফেনী সকার ক্লাবকে এক সময় পৃষ্ঠপোষকতা করেছেন, এখন করছেন পেশাদার লীগের দ্বিতীয় স্তরের ক্লাব নোফেল স্পোর্টিং ক্লাবকে। ফিফা দুর্নীতির অভিযোগে শাস্তি দিয়েছে বাফুফের সাবেক সাধারণ সম্পাদককে। বাফুফের ভাবমূর্তি নষ্ট হয়েছে। তাবিথ বলেন, ‘এখনো প্রচুর ছেলেমেয়ে ফুটবল খেলে। তবে বাফুফের সামর্থ্যে অনেক ঘাটতি আছে। জাতীয় দলের পারফরম্যান্স অত ভালো না এখন। ফলে ব্র্যান্ডিং ভালো নয়। ব্র্যান্ডিং নিয়ে কাজ করার আছে।’
No comments