বল এখন ইসির কোর্টে by মরিয়ম চম্পা
স্থানীয়
সরকার বিশেষজ্ঞ ড. তোফায়েল আহমেদ বলেছেন, বল এখন নির্বাচন কমিশনের কোর্টে।
নির্বাচন কমিশন নিজ দায়িত্বে মাঠে নেমেছে। এখন প্রত্যেকটি দিন প্রত্যেকটি
মুহূর্ত তাদের জন্য পরীক্ষা। তিনি বলেছেন, নির্বাচন হচ্ছে। সবাই তাতে
অংশগ্রহণ করছে। সেদিক থেকে নির্বাচন অংশগ্রহণমূলক। এখন অপেক্ষা জনগণ বা
ভোটাররা কীভাবে অংশগ্রহণ করে। মানবজমিনের সঙ্গে এক সাক্ষাৎকারে তিনি এসব
কথা বলেন।
নির্বাচন কমিশনের ভূমিকা প্রসঙ্গে ড. তোফায়েল বলেন, নির্বাচন কমিশনের প্রার্থী বাছাই এবং প্রার্থী বৈধ ঘোষণার প্রক্রিয়াটা শক্ত ছিল। ভালো ছিল। নির্বাচনী প্রচারণা শুরু হয়ে গেছে। এখন দায়িত্ব হচ্ছে নির্বাচন কমিশন, রিটার্নিং অফিসার এবং মাঠে যারা ম্যাজিস্ট্রেট আছেন তাদের। তারা যদি সক্রিয় না হন এবং আইনের সঠিক প্রয়োগ না করেন তাহলে নির্বাচনী মাঠে অসুবিধা হতে পারে। দ্বিতীয়ত হচ্ছে, ল’ অ্যান্ড অর্ডারের সিচুয়েশনে পুলিশ, আনসার, বিজিবি, র্যাব এরা আইনগতভাবে আইনশৃঙ্খলারক্ষাকারী বাহিনী। কিন্তু তাদের ওপর মানুষের এক ধরনের অনাস্থা ও অনীহা আছে। এক্ষেত্রে ১৫ তারিখ থেকে মাঠে সেনাবাহিনী কীভাবে কাজ করবে সে বিষয়টা খুব স্বচ্ছ নয়।
কেমন নির্বাচন হবে? প্রশ্নের জবাবে তিনি বলেন, এ বিষয়ে আগাম কিছু বলার নাই। যত দিন যাবে আস্তে আস্তে এটা পরিষ্কার হবে। এখন এই পর্যন্ত ‘সো ফার সো গুড’। প্রচারণা শুরু হয়ে গেছে। দুই-একদিনের মধ্যে সব প্রার্থী মাঠে নামবে। শেখ হাসিনা নিজেও প্রচারণা শুরু করেছেন। বিএনপির প্রার্থীরাও মাঠে নেমে গেছেন। এখন এটাই দেখতে হবে কি প্রতিক্রিয়া মাঠে তৈরি হয়।
তবে সবার আগে একটি ভালো নির্বাচন হওয়া দরকার। তাই নির্বাচন নিয়ে এখন কোনো রকমের সন্দেহ তৈরি করতে চাই না। আবার অতি উচ্চ আশাও পোষণ করতে চাই না।
নির্বাচন কমিশনের ভূমিকা প্রসঙ্গে ড. তোফায়েল বলেন, নির্বাচন কমিশনের প্রার্থী বাছাই এবং প্রার্থী বৈধ ঘোষণার প্রক্রিয়াটা শক্ত ছিল। ভালো ছিল। নির্বাচনী প্রচারণা শুরু হয়ে গেছে। এখন দায়িত্ব হচ্ছে নির্বাচন কমিশন, রিটার্নিং অফিসার এবং মাঠে যারা ম্যাজিস্ট্রেট আছেন তাদের। তারা যদি সক্রিয় না হন এবং আইনের সঠিক প্রয়োগ না করেন তাহলে নির্বাচনী মাঠে অসুবিধা হতে পারে। দ্বিতীয়ত হচ্ছে, ল’ অ্যান্ড অর্ডারের সিচুয়েশনে পুলিশ, আনসার, বিজিবি, র্যাব এরা আইনগতভাবে আইনশৃঙ্খলারক্ষাকারী বাহিনী। কিন্তু তাদের ওপর মানুষের এক ধরনের অনাস্থা ও অনীহা আছে। এক্ষেত্রে ১৫ তারিখ থেকে মাঠে সেনাবাহিনী কীভাবে কাজ করবে সে বিষয়টা খুব স্বচ্ছ নয়।
কেমন নির্বাচন হবে? প্রশ্নের জবাবে তিনি বলেন, এ বিষয়ে আগাম কিছু বলার নাই। যত দিন যাবে আস্তে আস্তে এটা পরিষ্কার হবে। এখন এই পর্যন্ত ‘সো ফার সো গুড’। প্রচারণা শুরু হয়ে গেছে। দুই-একদিনের মধ্যে সব প্রার্থী মাঠে নামবে। শেখ হাসিনা নিজেও প্রচারণা শুরু করেছেন। বিএনপির প্রার্থীরাও মাঠে নেমে গেছেন। এখন এটাই দেখতে হবে কি প্রতিক্রিয়া মাঠে তৈরি হয়।
তবে সবার আগে একটি ভালো নির্বাচন হওয়া দরকার। তাই নির্বাচন নিয়ে এখন কোনো রকমের সন্দেহ তৈরি করতে চাই না। আবার অতি উচ্চ আশাও পোষণ করতে চাই না।
No comments