তিস্তার পানি বিপদসীমার ২৫ সেমি উপরে
উজানের ঢল ও ভারি বর্ষণে নীলফামারীর ডিমলা উপজেলার ডালিয়া পয়েন্টে তিস্তা নদীর পানি বিপদসীমার ২৫ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ইতিমধ্যে পানিতে তলিয়ে গেছে বেশ কিছু এলাকা ও ঘর-বাড়ি। বিশ হাজার লোক পানিবন্দি হয়ে পড়েছে বলে খবর পাওয়া গেছে। শনিবার ভোর ৬টা থেকে নীলফামারীর ডালিয়া পয়েন্টে তিস্তার পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হওয়া শুরু করে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যারেজের সবকটি জলকপাট খুলে রেখেছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। এছাড়া কয়েক দিনের ভারি বর্ষণে পানি বেড়েছে বুড়ি তিস্তা, চারালকাটা, বুড়িখোড়া, যমুনেশ্বরী, খড়খড়িয়া, দেওনাই, খেড়ুয়া, শালকি, নাউতারা, কুমলাই, ধুম, ধাইজান, চিকলি, আউলিয়া খানা নদীতে। পানি উন্নয়ন বোর্ডের নিবাহী প্রকৌশলী মোস্তাফিজুর রহমান জানান, সকাল ৬টা থেকে তিস্তার পানি বিপদসীমার ২৫ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে পানি নিয়ন্ত্রণে রাখতে ব্যারেজের সবগুলো গেট খুলে দেয়া হয়েছে।
No comments