সিংগাইরে শিশু ধর্ষিত : নানা পলাতক
মানিকগঞ্জের সিংগাইর উপজেলার ধল্লা ইউনিয়নের মধ্য ধল্লা গ্রামে ৭ বছরের শিশুকে ধর্ষণ করেছে নানা আনোয়ার আলী (৪৫)। শুক্রবার বিকাল ৩টায় আনোয়ার আলী তার নিজ ঘরে শিশুটিকে ধর্ষণ করে। ভিকটিমের পরিবার ও প্রতিবেশীরা জানান, বিকাল ৩টার দিকে শিশুটি তার সহপাঠী তামান্নার সঙ্গে খেলার কথা বলে বাড়ি থেকে বের হয়। এ সময় শিশুটির মায়ের চাচা মৃত মতি মিয়ার ছেলে আনোয়ার আলী শিশুটির মুখ চেপে ধরে ঘরে নিয়ে ধর্ষণ করে। নির্যাতিত শিশুটি তার মা ও প্রতিবেশীদের কাছে ঘটনাটি জানায়। এ সময় অভিযুক্ত আনোয়ার আলী গা-ঢাকা দেয়। শিশুটির মা জানান, আমি অন্তঃসত্ত্বা হওয়ায় এক মাস ধরে মেয়েকে নিয়ে বাবার বাড়িতে থাকি। এ সুযোগে আমার চাচা এমন অমানবিক ঘটনা ঘটায়। এ ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন তিনি। ধর্ষক আনোয়ার আলীর বোন মরিয়ম বলেন, সে এলাকাছাড়া। পারিবারিক সূত্রে জানা যায়, আনোয়ার আলীর স্ত্রী দীর্ঘদিন ধরে বিদেশে থাকেন। এ ব্যাপারে ধল্লা ইউনিয়নের চেয়ারম্যান মো. জাহিদুল ইসলাম ভুঁইয়া বলেন, চৌকিদারের মাধ্যমে ঘটনাটি শুনেছি। সত্য হলে ধর্ষকের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।
No comments