শুটিং বাকি দুই দিন
মাসখানেক আগে জানানো হয়েছিল ‘জন্নাত’ ছবির শুটিং শেষ। অবশেষে জানা গেল ছবিটির শুটিং এখনও শেষ হয়নি। বাকি রয়েছে আরও দুইদিনের শুটিং। সম্প্রতি এমন খবরই জানালেন জান্নাত ছবির পরিচালক মোস্তাফিজুর রহমান মানিক। ছবিটির নাম ভূমিকায় অভিনয় করেছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। তার সঙ্গে জুটি হয়েছেন চিত্রনায়ক সাইমন সাদিক। এতে মাহির সবগুলো দৃশ্যের শুটিং শেষ হলেও বাকি রয়েছে নায়কের বেশ কিছু দৃশ্য। মাহির শুধু শুটিংই নয়, তার ডাবিংও শেষ। ছবিটির শেষ আপডেট জানতে চাইলে পরিচালক মানিক বলেন, ‘জান্নাত ছবিতে মাহির শুটিং পুরোপুরি শেষ। বাকি রয়েছে শুধু সাইমনের কিছু দৃশ্য। বাকি থাকা কাজ আজ এবং আগামীকালের মধ্যেই শেষ করব। এরপর ছবিটির পোস্ট প্রোডাকশনের কাজ শুরু হবে।’ ছবিটি ঈদে বা কোনো উৎসবে মুক্তি দেয়া হবে কী না জানতে চাইলে পরিচালক বলেন, ‘আপাতত এমন কোনো পরিকল্পনা নেই। ঈদের পরই ভালো কোনো দিন নির্বাচন করে ছবিটি মুক্তি দেয়া হবে।’ জান্নাত প্রসঙ্গে মাহিয়া মাহি বলেন, ‘এ ছবিতে জান্নাত আমার অন্যতম একটি ভালোলাগার চরিত্র। ছবিটি নিয়ে আমার প্রত্যাশা অনেক। গল্পের কারণেই দর্শকদের কাছে গ্রহণযোগ্যতা পাবে বলে আমার বিশ্বাস।’ এ ছবিতে অভিনয় প্রসঙ্গে সাইমন সাদিক বলেন, ‘ছবির গল্প দারুণ। গ্রামীণ পটভূমির সঙ্গে শহুরে মিশেল রয়েছে। গতানুগতিক ধারার বাইরে। অনেকটা আমার পোড়ামনের স্মৃতি মনে করিয়ে দেবে দর্শকদের। আশা করি দর্শকরা ছবিটি দেখে নিরাশ হবেন না।’ এ ছবি ছাড়াও মাহি অভিনীত ‘ঢাকা অ্যাটাক’ নামে একটি ছবি মুক্তির প্রতীক্ষায় প্রহর গুনছে। অভিনয় করছেন ‘গোলাপতলীর কাজল’, মনে রেখ নামের দুটি ছবিতে। যৌথ প্রযোজনার একটি ছবিতেও অভিনয় করছেন তিনি।
No comments