ব্রিজ ভেঙ্গে ২ ট্রাক খালে, ১১ রুটে যান চলাচল বন্ধ
পিরোজপুরের ভান্ডারিয়ায় দুটি পাথরবোঝাই ট্রাকসহ বেইলি ব্রিজ ভেঙ্গে খালে পড়ে গেছে। এতে বরগুনা, পাথরঘাটার, মঠবাড়িয়া সঙ্গে পিরোজপুর, ঢাকা, চট্টগ্রাম, বরিশাল, খুলনাসহ ১১টি রুটে যান চলাচল বন্ধ হয়ে গেছে। ফলে চরম দুর্ভোগে পড়েছে ওই রুটে চলাচলকারী জনসাধারণ। শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে খুলনা-পিরোজপুর-মঠবাড়িয়া আঞ্চলিক মহাসড়কে মাদার্শী নামক স্থানে এ ঘটনা ঘটে। সূত্র জানায়, পাথরবোঝাই দুটি ট্রাক একসঙ্গে মাদার্শী ব্রিজের উপর ওঠায় ব্রিজটি ভেঙ্গে ট্রাক দুটি খালে পড়ে যায়। ঘটনার পর থেকে ট্রাক দুটির চালক ও হেলপার পলাতক রয়েছেন। পিরোজপুর সড়ক ও জনপথ বিভাগের উপ-সহকারী প্রকৌশলী মো. ফখরুল ইসলাম জানান, ব্রিজটি আগে থেকেই ঝুঁকিপূর্ণ ছিল। তাই অতিরিক্ত মালবোঝাই ট্রাক উঠার কারণে ব্রিজটি ভেঙ্গে গেছে। ট্রাক দুটি উদ্ধারের জন্য বরিশাল থেকে ক্রেন আনার ব্যবস্থা করা হচ্ছে। শিগগিরই ট্রাক দুটি উদ্ধার করা হবে। তবে ব্রিজটি পুনঃনির্মাণ করতে আরো এক থেকে দেড় মাস সময় লাগবে বলে জানান তিনি।
No comments