টেস্টের জন্য প্রস্তুত সাব্বির
ব্যাটিংয়ে কিছু জায়গায় টেকনিকে সমস্যা দেখছেন সাব্বির রহমান। টেস্ট ক্রিকেটের দিকে মনোযোগ দিয়ে সেই সমস্যার জায়গাগুলোতে উন্নতি করতে চান তিনি। জাতীয় দলের নতুন ব্যাটিং পরামর্শক মার্ক ও’নিল সাব্বিরের সমস্যাগুলো ধরিয়ে দিয়েছেন। সেগুলো নিয়েই এখন কাজ করছেন তিনি। শুক্রবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে এই ডান-হাতি ব্যাটসম্যান বলেন, ‘সব সময়ই তো আক্রমণাত্মক খেলা যাবে না। পরিস্থিতি অনুযায়ী শট খেলতে হবে। এজন্য ঠিকঠাক শট নির্বাচনও করতে হবে। প্রথম বল থেকেই শট খেলতে গেলে হবে না। আগে উইকেটের ধরন দেখতে হবে, প্রতিপক্ষের পরিকল্পনা ও বোলার কেমন এসব কিছু বিবেচনা করেই খেলতে হবে।’ তিনি বলেন, ‘আমি আক্রমণাত্মক খেলি। এভাবেই খেলার চেষ্টা করব। একই সঙ্গে পরিস্থিতি বুঝেও ব্যাটিং করতে চাই।’ নিজের টেকনিক নিয়ে সাব্বির বলেন, ‘টেকনিক নিয়ে কাজ করছি। টেকনিক বলতে ব্যাক লিফট নিয়ে কাজ করছি। সামনে-পেছনে থ্রো ডাউন নিয়ে কাজ করছি। থ্রো ডাউনটা ব্যাটিংয়ের খুব গুরুত্বপূর্ণ ব্যাপার। সামনের বল বা পেছনের বলে কীভাবে দ্রুত মানিয়ে নেয়া যায়, কীভাবে ছাড়তে হয়, এসব আর কী।’ তিনি বলেন, ‘ব্যাক লিফটের সমস্যা নিয়ে কোচ ও’নিলের সঙ্গেই কাজ করছি। এছাড়া গ্রিপ নিয়ে, নতুন বলে মুখোমুখি হওয়া নিয়েও কাজ করছি। কীভাবে ধৈর্য্য বাড়তে পারে সেটাও আয়ত্ত করার চেষ্টা করছি।’ টি ২০ ক্রিকেটে তিন নম্বর জায়গাটা সাব্বিরের জন্য নির্ধারিত হয়ে গেছে। ওয়ানডেতেও তিনে ব্যাট করেছেন তিনি।
সর্বশেষ টেস্টে সাব্বিরের পজিশন ছিল চারে। কিন্তু প্রথম টেস্টের দুই ইনিংসে তিনি আটে ও সাতে ব্যাটিং করেন। পজিশন নিয়ে সাব্বিরের কোনো মাথাব্যথা নেই। তিনি বলেন, ‘পজিশন নিয়ে চিন্তা করি না। দল যেখানে খেলায়, সেখানেই খেলব। কোচ এখনও কিছু বলেননি। হয়তো ছয় বা পাঁচেও খেলতে পারি।’ অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই টেস্টের সিরিজের আগে চট্টগ্রামে তিনদিনের প্রস্তুতি ম্যাচে ১০ রানে আউট হয়েছেন তিনি। বৃষ্টির কারণে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়েই নামা হয়নি। টেস্ট সিরিজের প্রস্তুতি প্রসঙ্গে সাব্বির বলেন, ‘টেস্ট ম্যাচের জন্য যেভাবে কাজ করা দরকার, আমি করছি। কীভাবে বড় রান করা যায়, ধৈর্য্য কীভাবে রাখা যায়, সেসব নিয়েও কাজ করছি।’ গত বছর সাব্বিরের অভিষেক টেস্টে চট্টগ্রামে ইংল্যান্ডের বিপক্ষে ২২ রানে হেরেছিল বাংলাদেশ। এক পাশে ৬৪ রানে অপরাজিত ছিলেন সাব্বির। নিজে দারুণ ব্যাটিং করার পরও দল হেরে যাওয়ায় হতাশ হয়ে পড়েন সাব্বির। সেই স্মৃতি এখনও ভুলতে পারেননি তিনি, ‘আক্ষেপ তো অবশ্যই আছে, অভিষেক ম্যাচ ছিল। জিততে পারলে অনেক ভালো লাগত। একদম কাছে চলে গিয়েছিলাম। দুর্ভাগ্য, হয়নি।’ এবার অস্ট্রেলিয়ার বিপক্ষেও ভালো কিছু করে দেখাতে চান তিনি। চট্টগ্রামে অনুশীলন কেমন হল জানতে চাইলে ২৫ বছর বয়সী এ ব্যাটসম্যান বলেন, ‘প্রস্তুতি ম্যাচের মূল উদ্দেশ্য ছিল বোলাররা যেন বোলিং করতে পারে আবার ব্যাটসম্যানরাও যেন ব্যাটিং করার সুযোগ পায়। তিনদিন অনুশীলন, একদিন বিশ্রামের পর ম্যাচ খেললাম। কন্ডিশন অনুযায়ী যেরকম খেলা দরকার তেমনই খেলা হয়েছে। ৮০ ভাগ কাজ আমরা করতে পেরেছি। বাকি ২০ ভাগ হয়নি বৃষ্টির কারণে।’ আজ চট্টগ্রাম থেকে ঢাকায় ফিরবেন মুশফিকুর রহিমরা।
No comments