উপযুক্ত নন কাজল!



বলিউডের মায়াবি আলো ছড়ানো অভিনেত্রী কাজল। অভিনয় জীবনের রজতজয়ন্তী পার করেছেন তিনি। পঁচিশ বছরের এ ক্যারিয়ারে অনেক কিছুই ধরা দিয়েছে হাতে। হাতছাড়াও হয়েছে অনেক কিছু। কিন্তু, দীর্ঘ এ ক্যারিয়ারে জনপ্রিয় নির্মাতা সঞ্জয়লীলা বানসালির সঙ্গে কখনও কাজ করা হয়নি তার। সম্প্রতি ভক্তদের সঙ্গে সরাসরি কথা বলার জন্য ফেসবুক লাইভে এসেছিলেন কাজল। এ সময় কখনও সঞ্জয়লীলা বানসালির সঙ্গে কাজ করা নিয়ে প্রশ্ন করলে উত্তরে কাজল বলেন, ‘আমিও তো বানসালীর সঙ্গে অভিনয় করতে চাই। কিন্তু তার গল্পের জন্য যোগ্য কিনা সেটাও তো আমাকে দেখতে হবে। তবে এখন যদি বানসালির ছবিতে প্রস্তাব আসে তাহলে প্রথমে দুটি জিনিস দেখব আমি। সেটি হচ্ছে আমার মনে সায় এবং বানসালির নায়িকা হিসেবে আমি উপযুক্ত কী না।’

No comments

Powered by Blogger.