সোয়া ২ কেজি কোকেনসহ আটক ৬
খুলনা নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ২ কেজি ২৫০ গ্রাম কোকেন উদ্ধার করা হয়েছে। এসময় ছয় মাদক চোরাকারবারীকে আটক করা হয়। শুক্রবার দিনগত রাত থেকে শনিবার ভোর পর্যন্ত অভিযান চালিয়ে কোকেনসহ তাদের আটক করা হয়। র্যাব-৬ খুলনার সিনিয়র এডি জাহিদ হোসেন জানান, সংঘবদ্ধ মাদক চোরাকারবারীরা খুলনা নগরীর বিভিন্ন স্থানে কোকেন ব্যবসা চালিয়ে যাচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে র্যাব সদস্যরা নগর জুড়ে অভিযান চালায়। এসময় মাদক চোরাচালান চক্রের ৬ সদস্যকে আটক করে তাদের কাছ থেকে মোট ২ কেজি ২৫০ গ্রাম কোকেন উদ্ধার করা হয়। উদ্ধারকৃত কোকেনের মূল্য প্রায় ২২ কোটি টাকা। আটককৃতদের র্যাব- ৬’এর সদর দফতরে রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
No comments