বৃষ্টিতে দেয়াল ধসে শিশুর মৃত্যু
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় দেয়াল ধসে মাটিচাপা পড়ে নাহিদা আক্তার নামে ৮ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। এসময় নাহিদার অপর বোন নাঈমা আক্তার (৪) আহত হয়েছে। শুক্রবার রাত ৮টার দিকে উপজেলার মির্জাপুর ইউনিয়নের উত্তর পাঁচাউন গ্রামে এ ঘটনা ঘটে বলে স্থানীয় ইউপি সদস্য লুৎফুর রহমান জানিয়েছেন। স্থানীয় বাসিন্দা দেওয়ান রায়হান আহমদ জানান, দিনভর ভারি বৃষ্টিতে মাটি নরম হয়ে উপজেলার পাঁচাউন গ্রামের আলাল মিয়ার ঘরের মাটির দেয়াল ভেঙে পাশ্ববর্তী আবদুল মালিকের ঘরের ওপরে পড়ে। এতে আবদুল মালিকের দুই মেয়ে নাহিদা ও নাঈমা মাটিচাপা পড়ে। আশে পাশের লোকজন মাটি সরিয়ে নাহিদা আক্তারের লাশ উদ্ধার করে। গুরুতর আহত অবস্থায় নাঈমা আক্তারকে উদ্ধার করে শ্রীমঙ্গল সরকারী হাসপাতালে পাঠানো হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন শ্রীমঙ্গল থানার এসআই রাব্বি।
No comments