পাঞ্জাবে ১০ বছর পর ক্ষমতায় ফিরছে কংগ্রেস, হার অকালি-বিজেপির
জন্মদিনের সেরা উপহার পেলেন ক্যাপ্টেন অমরিন্দর সিংহ। তার হাত ধরেই ১০ বছর পর ভারতের পাঞ্জাব রাজ্যে ক্ষমতায় ফিরল কংগ্রেস। ১১৭ সদস্যের রাজ্য বিধানসভায় ৫৯-এর ম্যাজিক ফিগার ইতিমধ্যেই টপকে গিয়েছে তারা। পাঞ্জাবে সাধারণত ৫ বছর অন্তর অন্তর ক্ষমতার হাতবদল হয়। কিন্তু ২০১২-য় সব হিসেবনিকেশ উলটে দিয়ে দ্বিতীয়বারের জন্য মসনদে বসে ক্ষমতাসীন শিরোমণি অকালি দল ও বিজেপি জোট। ফলে ১০ বছর এক জোট ক্ষমতায় থাকায় প্রতিষ্ঠানবিরোধী হাওয়া এবার সেখানে ছিল তীব্র। পাশাপাশি আচমকা বড় মুখ হিসেবে উঠে আসে অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি। পাঞ্জাবের ড্রাগ সমস্যা নিয়ে জোরদার প্রচার চালায় তারা।
ফলে পঞ্চনদের রাজ্যে ভোটের লড়াই এবার ছিল ত্রিমুখী। এক্সিট পোল বলছিল, হয় কংগ্রেস ক্ষমতায় ফিরবে নয়তো প্রথমবারের মতো ক্ষমতায় আসবে আপ। মিরাকল ছাড়া তৃতীয়বারের জন্য অকালি-বিজেপির ফেরার কথা ছিল না। ক্ষমতাসীন জোটের ওপর মানুষের অসন্তোষও ছিল স্পষ্ট। রাজ্য কংগ্রেসের সবচেয়েঙ বড় ভরসা ক্যাপ্টেন অমরিন্দর সিংহ তীব্র নরেন্দ্র মোদি হাওয়ার মধ্যেও অমৃতসরে হারিয়েছিলেন হেভিওয়েট বিজেপি প্রার্থী অরুণ জেটলিকে। তা ছাড়া দীর্ঘ টালবাহানার পর ভোটের কিছুদিন আগে বিজেপির একমাত্র পরিচিত শিখ মুখ নভজ্যোত সিংহ সিধু কংগ্রেসে যোগ দেন। ফলে ক্যাপ্টেনের হাত আরো শক্ত হয়। কিন্তু খোদ অরবিন্দ কেজরিওয়াল ঝোড়ো প্রচার চালানো সত্ত্বেও আম আদমি পার্টির ফল আশানুরূপ হয়নি। সব মিলিয়ে পরিষ্কার, রাহুল গান্ধীর মুখের হাসি সম্পূর্ণ মুছে যাওয়ার এখনো কারণ নেই। অমরিন্দর সিংহের হাত ধরে ১০ বছর পর পাঞ্জাবে ক্ষমতায় ফিরছে কংগ্রেস।
No comments