অল্পের জন্য বিমানের ২৪৯ আরোহীর প্রাণ রক্ষা
নিয়ন্ত্রণ
কক্ষের সঙ্গে ভারতীয় একটি বিমানের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। তবে
হাঙ্গেরীয় একটি যুদ্ধ বিমানের তৎপরতায় দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছেন তার ২৪৯
আরোহী। শুক্রবার এ ঘটনা ঘটে বলে এয়ার ইন্ডিয়ার বরাতে খবর দিয়েছে এনডিটিভি।
এতে বলা হয়, ২৩১ জন যাত্রী ও ১৮ জন ক্রু নিয়ে এয়ার ইন্ডিয়ার AI 171
বিমানটি শুক্রবার সকাল ৭টায় মুম্বাই থেকে লন্ডনের উদ্দেশে যাত্রা করে।
হাঙ্গেরি পর্যন্ত যাওয়ার পর ফ্রিকুয়েন্সি ওঠা-নামা করায় নিয়ন্ত্রণ কক্ষের
সঙ্গে সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে বিমানটির।
এরপরেই বিমানটি উদ্ধারে এগিয়ে আসে
হাঙ্গেরিয়ান কর্তৃপক্ষ। তাদের পাঠানো একটি যুদ্ধবিমান ভারতের বিমানটিকে
স্কট করে নিরাপদে নিয়ে যায়। এয়ার ইন্ডিয়ার এক কর্মকর্তা জানান, নিয়ন্ত্রণ
কক্ষের সঙ্গে যোগাযোগ স্থাপন হলে বিমানটি বেলা ১১টা ৫ মিনিটে নিরাপদে
লন্ডনের হিথ্রো বিমানবন্দরে অবতরণ করে। এর আগে গত ১৬ ফেব্রুয়ারিতে ভারতের
আরেকটি বিমানে এ ঘটনা ঘটেছিল। ওই সময় জার্মানির যুদ্ধবিমান ৩০০ জনের বেশি
যাত্রীবাহী বিমানটিকে স্কট করে বিপদমুক্ত করে।
No comments