ট্রাম্পের বিরুদ্ধে ক্রুজ-কাসিচ একজোট
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দল থেকে মনোনয়ন প্রত্যাশী বিতর্কিত প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে একজোট হয়েছেন দুই প্রতিদ্বন্দ্বী টেড ক্রুজ ও জন কাসিচ। ট্রাম্পের মনোনয়ন ঠেকাতে দু’জন সমন্বিতভাবে কাজ করবেন। রোববার ঘোষিত এই চুক্তি অনুযায়ী আসন্ন অঙ্গরাজ্যের প্রাইমারিগুলোতে একে অপরের পথ থেকে সরে দাঁড়াবেন ক্রুজ ও কাসিচ। ক্রুজের প্রচারণা শিবির এক বিবৃতিতে জানিয়েছে, চুক্তি অনুযায়ী ক্রুজ ইন্ডিয়ান অঙ্গরাজ্যের প্রাইমারিতে জয়লাভের জন্য মনোনিবেশ করবেন এবং অরেগন ও নিউ মেক্সিকো অঙ্গরাজ্য কাসিচের জন্য ছেড়ে দেবেন।
এই দুই রাজ্যে কাসিচ ভালো ফল করবেন বলে ধারণা করা হচ্ছে। এর বিপরীতে ইন্ডিয়ানা ক্রুজের জন্য ছেড়ে দেবেন কাসিচ। ৩ মে ইন্ডিয়ানাতে, ১৭ মে অরেগনে এবং ৭ জুন নিউ মেক্সিকোতে রিপাবলিকান দলীয় প্রাইমারি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। দলটির প্রার্থী নির্বাচনের ভোটাভুটিতে অধিকাংশ অঙ্গরাজ্যে জয় পেয়েছেন ট্রাম্প। তবে রিপাবলিকান মনোনয়ন নিশ্চিত করতে ১২৩৭ ডেলিগেটের সমর্থন পেতে হবে তাকে। এ পথ পেরোতে তাকে কঠিন পরীক্ষার মুখোমুখি হতে হবে বলে ধারণা করা হচ্ছে। ক্রুজ ও কাসিচ শিবিরের ধারণা, তাদের একে অপরকে অঙ্গরাজ্যের ভোট ছেড়ে দেয়ার চুক্তিটি ট্রাম্পের প্রয়োজনীয় ডেলিগেট জয় করার সামর্থ্য সীমাবদ্ধ করে দেবে। ট্রাম্পের বিরোধী বেশ কয়েকজন রিপাবলিকান দলীয় কৌশল প্রণেতা ক্রুজ ও কাসিচকে এ ধরনের একটি চুক্তিতে আবদ্ধ হওয়ার জন্য কয়েক সপ্তাহ ধরেই আহ্বান জানিয়ে আসছিলেন। জুলাইয়ে রিপাবলিকান দলীয় সম্মেলনের আগে কোনো মনোনয়ন প্রত্যাশী প্রার্থী হওয়ার জন্য ১২৩৭ ডেলিগেটের সমর্থন না পেলে সম্মেলনেই প্রার্থী চূড়ান্ত করা হবে। সেক্ষেত্রে রিপাবলিকান জ্যেষ্ঠ ও প্রভাবশালী নেতাদের বিরোধিতার কারণে ট্রাম্পের দলটির প্রেসিডেন্ট প্রার্থী হওয়ার আশা ভঙ্গ হয়ে যেতে পারে।
No comments