সৌদি যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
ওআইসি’র মন্ত্রী পর্যায়ের একটি বৈঠকে অংশ নিতে চলতি সপ্তাহে সৌদি আরব যেতে পারেন পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী এমপি। তার সফরটি দু’দিনের হতে পারে। জেদ্দা সফরকালে ওআইসি মহাসচিব আইয়াদ আমিন মাদানি ছাড়াও বিভিন্ন মুসলিম বিশ্বের প্রতিনিধির সঙ্গে মন্ত্রীর সাক্ষাৎ, বৈঠক হওয়ার কথা রয়েছে। উল্লেখ্য সৌদি আরবের নেতৃত্বাধীন ৩৪ রাষ্ট্রের সন্ত্রাসবিরোধী জোট নিয়ে আলোচনায় জানুয়ারির প্রথম সপ্তাহে রিয়াদ সফর করেন পররাষ্ট্রমন্ত্রী। সেখানে দেশটির পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করে ফেরার পথে তিনি জেদ্দায় একদিন কাটান। সেই সময়ে মুসলিম রাষ্ট্রগুলোর জোট ওআইসি মহাসচিব আইয়াদ আমিন মাদানি সঙ্গে বৈঠক হয় তার। ওই বৈঠকে রোহিঙ্গা সমস্যা সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের সমন্বিত উদ্যোগের তাগিদ দেন মন্ত্রী। এছাড়া তারা মুসলিম উম্মার অভিন্ন স্বার্থ-সংশ্লিষ্ট বিষয় এবং চ্যালেঞ্জগুলো নিয়ে আলোচনা করেন বলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
No comments