হবিগঞ্জে গউছের প্রধান নির্বাচনী এজেন্টসহ তিন বিএনপি নেতা আটক
বৃটিশ অর্থসাহায্য বৃটেনেই ব্যয় করা উচিৎ। বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশে নয়। এসব বলেছেন বৃটেনের বিরোধী লেবার দলের এমপি সিমন ড্যানচুক। তার মতে, এ অর্থ বৃটেনে ব্যয় হলে বিভিন্ন স্থানে চলমান বন্যা প্রতিরোধে আরও বেশি কিছু করা যেত। ড্যানচুকের নিজের নির্বাচনী এলাকা রোচডালেতেও বন্যা ব্যাপক আঘাত হেনেছে। বিবিসি রেডিও ম্যানচেস্টারকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, আমরা কেন বাংলাদেশে অর্থ ব্যয় করছি, যখন বৃটেনে ওই অর্থ ব্যায়ের প্রয়োজনীয়তা রয়েছে? আমাদের যা করা উচিৎ তা হলো, আমাদের এখানের সমস্যা আগে সমাধান করা, উন্নয়নশীল দেশগুলোর ওপর এত নজর দেওয়া নয়। এটাই হতে হবে আমাদের অগ্রাধিকার। তিনি এমন সময় এ মন্তব্য করলেন, যখন ইংল্যান্ডের উত্তর-পশ্চিমাঞ্চলের বেশ কয়েকটি জায়গায় বন্যা সতর্কতা জারি করা হয়েছে।
এর আগে ৭ই ডিসেম্বর বৃটেনের ক্ষমতাসীন কনজারভেটিভ দলের বেশ কয়েকজন এমপি একই আহ্বান জানিয়েছিলেন। তাদের মতে, যুক্তরাজ্যে আসন্ন বন্যা প্রতিরোধেই বিদেশী সাহায্যের জন্য বরাদ্দকৃত অর্থ ব্যয় করা উচিৎ। এমনকি জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্থ দেশসমূহের জন্য বৃটেনের বরাদ্দকৃত অর্থও দেশটির বন্যা প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালীকরণে ব্যয় করা উচিৎ বলে এমপিদের মত। তবে দেশটির মন্ত্রীরা তাতে সায় না দিয়ে, বন্যাক্রান্ত বাড়ি ও ব্যবসা-প্রতিষ্ঠানকে কাউন্সিল কর থেকে অব্যাহতি দেওয়ার ঘোষণা দিয়েছিলেন।
এর আগে ৭ই ডিসেম্বর বৃটেনের ক্ষমতাসীন কনজারভেটিভ দলের বেশ কয়েকজন এমপি একই আহ্বান জানিয়েছিলেন। তাদের মতে, যুক্তরাজ্যে আসন্ন বন্যা প্রতিরোধেই বিদেশী সাহায্যের জন্য বরাদ্দকৃত অর্থ ব্যয় করা উচিৎ। এমনকি জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্থ দেশসমূহের জন্য বৃটেনের বরাদ্দকৃত অর্থও দেশটির বন্যা প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালীকরণে ব্যয় করা উচিৎ বলে এমপিদের মত। তবে দেশটির মন্ত্রীরা তাতে সায় না দিয়ে, বন্যাক্রান্ত বাড়ি ও ব্যবসা-প্রতিষ্ঠানকে কাউন্সিল কর থেকে অব্যাহতি দেওয়ার ঘোষণা দিয়েছিলেন।
No comments