ভারতে অনলাইনে গোবর বিক্রি!
ভারতে গরু, গো-মাংস ও গো-বর্জ্য নিয়ে কাণ্ড-কীর্তির শেষ নেই। গরু জবাই, গো-মাংস নিষিদ্ধ হলেও গো-মূত্রের বেলায় কদরের ঘাটতি নেই। রোগ তাড়াতে ঢক ঢক করে গিলেছে গো-মূত্র। আবার জীবাণুমুক্ত করতেও ব্যবহৃত হয়েছে গো-মূত্র। এমনকি ‘গো-মূত্রের’ নানা প্রসাধনীও দেদারসে বিক্রি হয় ভারতের কয়েকটি রাজ্যে। এই তো কয়েকদিন আগে ভারতের বিজ্ঞানীরা আবিষ্কার করলেন, ‘গো-মূত্রে সারবে ক্যানসার’! এখানেই শেষ নয়, দেশটির কট্টরপন্থী দল রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (আরএসএস) ‘গো-সম্মানে’ আরেক ধাপ এগিয়ে। তাদের দাবি, পরমাণু বোমার তেজস্ক্রিয়তা নষ্ট করে দিতে পারে গোবর!
‘গো-মূত্রের’ পর এবার ‘গো-মলে’র মহিমায় মজেছেন ভারতের শহরাঞ্চলের ইন্টারনেট গ্রাহকরা। ভারতের অনলাইন বাজার ছেয়ে গেছে গোবর দিয়ে তৈরি এক পণ্যে। যা ভারতে ঘুঁটে নামে পরিচিত। এটি জ্বালানি হিসেবে ব্যবহৃত হয়। ঘুঁটে তৈরি হয় গোবর, মাটি ও পানি মিশিয়ে। সাধারণত গ্রামাঞ্চলের নারীরা বাড়িতেই তৈরি করেন এ জ্বালানি। নিজেরাই এটা বিক্রি করেন। অনলাইনে ঘুঁটে বিক্রি এটাই প্রথম। অ্যামাজন ও ইবেসহ বেশকিছু অনলাইন বাজার গ্রামের এই জ্বালানিটি বড় শহর ও নগরগুলোতে বাজারজাত ও সরবরাহ করছে। অনলাইনে যা ‘গোবর কেক’ নামে বিক্রি হচ্ছে। ২২ পিস গো-কেকের মূল্য ২৭৪ রুপি। এ ছাড়া বিভিন্ন দামের ছোট-বড় আকৃতির গো-কেক পাওয়া যাচ্ছে অনলাইনে। কিছু বিক্রেতা জানিয়েছেন, বড় ফরমায়েশের জন্য মূল্যছাড় দিচ্ছেন তারা। অনেক ক্রেতা উপহার দেয়ার মতো প্যাকেট করে ফরমায়েশ করা ঘুঁটে সরবরাহ পেতে আগ্রহ প্রকাশ করেছেন। ডন ও এনডিটিভি।
No comments