ট্রেন দখলে কাড়াকাড়ি!
বুদাপেস্টে সাময়িকভাবে বন্ধ করে দেয়া আন্তর্জাতিক কেলেটি রেলস্টেশন বৃহস্পতিবার পুনরায় খুলে দেয়ায় শত শত অভিবাসী ঝড়ের বেগে হুমড়ি খেয়ে পড়েছেন সেখানে। জার্মানি ও অস্ট্রিয়ায় যেতে ট্রেনে উঠতে এক প্রকার খণ্ডপ্রলয় লেগেছে তাদের মাঝে। এদিকে তুরস্কের উপকূলে ভেসে ওঠা সিরীয় শিশু আয়লান কুর্দির (৩) ছবি গণমাধ্যমে প্রকাশের পর সমালোচনার ঝড় উঠেছে বিশ্বজুড়ে। খবর এএফপির। বুদাপেস্টে প্রায় দু’দিনের অচলাবস্থা শেষে আবার শুরু হয়েছে ট্রেন চলাচল।
নিরাপত্তা কর্মীদের তেমন তৎপরতা না থাকায় স্টেশনের ট্রেন দখলের প্রতিযোগিতায় হুমড়ি খেয়ে পড়েছেন অভিবাসীরা। পুরো ইউরোপে সৃষ্ট এ সংকট মোকাবেলা করতে বৃহস্পতিবার ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সদর দফতরে জরুরি বৈঠকে বসেছেন সংস্থাটির সদস্যরা। বৈঠকে ইইউ প্রেসিডেন্ট ডোনাল্ড টাস্ক বলেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ভয়াবহতম এ সংকটকে কেন্দ্র করে দ্বিধাবিভক্ত হয়ে পড়েছেন পূর্ব ও পশ্চিম ইউরোপের সদস্যরা। দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় রাষ্ট্র ফ্রান্স, জার্মানি, ইতালি ও গ্রিসে বেড়ে চলছে এ অভিবাসীদের ভিড়।
No comments