শিশুটির এমন মৃত্যুতেও কি ইউরোপের হৃদয় কোমল হবে না!
আমেরিকার
নেতৃত্বাধীন পাশ্চাত্যের বাহিনী মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে যে সর্বগ্রাসী
যুদ্ধ শুরু করেছে, তা থেকে রক্ষা পেতে লাখ লাখ মানুষ এখন ইউরোপে ছুটছে।
কিন্তু ইউরোপ তাদের জন্য নিরাপদ পথে যাওয়ার দরজা বন্ধ করে দিয়েছে। এ কারণে
তারা জীবন বাঁচাতে মৃত্যুর ঝুঁকি নিয়েই সমুদ্রপথে ইউরোপ যাচ্ছে। কিন্তু
প্রতিনিয়ত দুর্ঘটনায় শত শত লোক মারা যাচ্ছে।
নৌকাডুবির শিকার এক শিশুর লাশ উপকূলে ভেসে ওঠার ছবিটি এখন প্রশ্ন সৃষ্টি করছে, এই দৃশ্য দেখেও কি ইউরোপিয়ানদের কঠোর হৃদয় একটুও গলবে না। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই প্রশ্ন ওঠেছে। তাদের মন গলাতে আর কী করতে হবে? আর কত মৃত্যু দেখতে হবে?
তুরস্কের এক বিচে ভেসে আসা শিশুটির লাশের ছবি ফেসবুকে শেয়ার হয়েছে ৮,৭১৫টি।
শিশুটি এক সিরীয় দম্পতির। তারা ১২ জন নৌকায় করে ইউরোপ পাড়ি দিচ্ছিল। কিন্তু নৌকাটি ডুবে যাওয়ায় অন্যদের সাথে শিশুটিও মারা যায়। স্রোতের টানে তা উপকূলে ভেসে আসে।
শিশুটির বয়স ৫ বছর। নাম গালিব। তার আরেকটি ভাই রয়েছে।
নৌকাডুবির শিকার এক শিশুর লাশ উপকূলে ভেসে ওঠার ছবিটি এখন প্রশ্ন সৃষ্টি করছে, এই দৃশ্য দেখেও কি ইউরোপিয়ানদের কঠোর হৃদয় একটুও গলবে না। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই প্রশ্ন ওঠেছে। তাদের মন গলাতে আর কী করতে হবে? আর কত মৃত্যু দেখতে হবে?
তুরস্কের এক বিচে ভেসে আসা শিশুটির লাশের ছবি ফেসবুকে শেয়ার হয়েছে ৮,৭১৫টি।
শিশুটি এক সিরীয় দম্পতির। তারা ১২ জন নৌকায় করে ইউরোপ পাড়ি দিচ্ছিল। কিন্তু নৌকাটি ডুবে যাওয়ায় অন্যদের সাথে শিশুটিও মারা যায়। স্রোতের টানে তা উপকূলে ভেসে আসে।
শিশুটির বয়স ৫ বছর। নাম গালিব। তার আরেকটি ভাই রয়েছে।
No comments