মোদি দক্ষ সেলসম্যান
নরেন্দ্র
মোদি একজন দক্ষ সেলসম্যান, ইভেন্ট ম্যানেজারও বটে! গতকাল কংগ্রেসের
মুখ্যমন্ত্রীদের এক বৈঠকে একথা বলেন ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন
সিং। তিনি উদাত্ত কণ্ঠে স্বীকার করেন মোদি তার থেকে এ বিষয়ে অনেক গুণ
এগিয়ে। তিনি একজন ভাল সংযোগ স্থাপক হিসেবে মোদির প্রশংসা করেন মনমোহন সিং।
তার এমন কথার কারণ কি! এ নিয়ে শুরু হয়েছে নানা জল্পনা। এসব বিষয়ে মনমোহন
নিজেই ব্যাখ্যা দিয়েছেন। বলেছেন, ইউপিএ আমলে তৈরি হওয়া প্রকল্প ও
উদ্যোগগুলোকে নতুন মোড়কে চালাচ্ছে মোদি সরকার। এ খবর দিয়েছে অনলাইন
আনন্দবাজার পত্রিকা, অনলাইন এনডিটিভি। এতে বলা হয়, গতকাল কংগ্রেস
মুখ্যমন্ত্রীদের ওই সভায় মনমোহন সিং বলেছেন, কেন্দ্রীয় সরকারে ক্ষমতায়
থাকাকালীন বিষয়ে তাদের অবশ্যই আত্মরক্ষামূলক অবস্থানে যাওয়া উচিত নয়। কারণ,
তাদের অনেক পদক্ষেপই এনডিএ সরকার নতুন করে প্যাকেটজাত করছে। মনমোহন সিং
তার বক্তব্যে আরও বলেন, ভাল কিছু ঘটছে। আর সেটা হলো আবার ২০১৪-১৫ অর্থবছরে
জাতীয় প্রবৃদ্ধি ত্বরান্বিত হচ্ছে। তবে সরকারের ভেতর ও বাইরে নতুন জিডিপির
বৈধতা নিয়ে সংশয় প্রকাশ পেয়েছে। তিনি বলেন, পক্ষান্তরে ইউপিএ সরকার ৭.৫ ভাগ
বার্ষিক জাতীয় প্রবৃদ্ধি অর্জন করেছিল। এটা সম্ভব হয়েছে সামাজিক খাতে
ইউপিএ সরকারের চমৎকার পারফরম্যান্সে। মনমোহন সিং বলেন, বর্তমানে পণ্য ও
সার্ভিস খাতে ট্যাক্স (জিএসটি) বিলের যে ফরমেট আছে তা কেন্দ্র বা রাজ্যকে
কোনভাবে সাহায্য করবে না। বাজেট অধিবেশনে বিল পাস আটকে দিয়েছে কংগ্রেস।
তাদের দাবি, তারা বিজেপি যে সংশোধনী করেছে তা যাচাই করতে গঠন করতে হবে একটি
পার্লামেন্টারি কমিটি। মনমোহন বলেন, জিএসটি বাস্তবতার সঙ্গে মিলাতে আমরা
প্রতিটি পদক্ষেপ নিয়েছি। কিন্তু আমাদের মোকাবিলা করতে হয়েছে একটি
বিরোধপূর্ণ বিজেপিকে। এখন বিজেপি জিএসটির সবচেয়ে ভাল চ্যাম্পিয়ন হয়েছে।
কিন্তু আমি নিশ্চিত নই, বর্তমানে এ খাতে আইন সর্বোত্তম পথে এগোচ্ছে কিনা।
উল্লেখ্য, লোকসভা নির্বাচনে সবচেয়ে ভয়াবহ বিপর্যয়ের পর গতকালের ওই বৈঠক
আহ্বান করেছিলেন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী। এতে প্রধানমন্ত্রী
নরেন্দ্র মোদি সরকারের ব্যর্থতার দিকে নজর দেয়ার কথা। কৃষকের সমস্যা
সমাধানে সরকার ব্যর্থ এ বিষয়টিকে এখনও প্রকাশ্যে এজেন্ডায় আনে নি কংগ্রেস।
No comments