চট্টগ্রামে বাসায় ঢুকে প্রবাসীর স্ত্রীকে হত্যা
চট্টগ্রাম
নগরের পাঁচলাইশ থানার মির্জার পুল এলাকায় শারমিন আক্তার (২৫) নামের এক
গৃহবধূকে বাসায় ঢুকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ বৃহস্পতিবার
দুপুর দুইটার দিকে ওই এলাকার ইকুইটি ভিলেজ নামের একটি বহুতল ভবনের চতুর্থ
তলায় এ ঘটনা ঘটে।
নিহত শারমিনের স্বামী আবদুল হাকিম আবুধাবি প্রবাসী। শারমিন তাঁর দ্বিতীয় স্ত্রী।
পাঁচলাইশ থানার পরিদর্শক (তদন্ত) গিয়াসউদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, ইকুইটি ভিলেজের চতুর্থ তলায় নিহতের স্বামী আবদুল হাকিমের প্রথম স্ত্রী রোজি আক্তার থাকেন। সপ্তাহখানেক আগে শারমিন ওই বাসায় বেড়াতে যান।
এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ রোজি আক্তারকে থানায় নিয়ে গেছে। রোজি আক্তারের দাবি, এক দল ডাকাত ডাকাতি করতে এসে শারমিনকে হত্যা করে।
তবে নিহত শারমিনের মামা মোহাম্মদ আজিমের অভিযোগ, রোজি পরিকল্পিতভাবে বাসায় ডেকে নিয়ে তাঁর ভাগনিকে হত্যা করেছে। শারমিনের একটি ছেলে আছে বলে তিনি জানান।
পুলিশ শারমিনের লাশ উদ্ধার চট্টগ্রাম মেডিকেল কলেজের মর্গে পাঠিয়েছে।
নিহত শারমিনের স্বামী আবদুল হাকিম আবুধাবি প্রবাসী। শারমিন তাঁর দ্বিতীয় স্ত্রী।
পাঁচলাইশ থানার পরিদর্শক (তদন্ত) গিয়াসউদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, ইকুইটি ভিলেজের চতুর্থ তলায় নিহতের স্বামী আবদুল হাকিমের প্রথম স্ত্রী রোজি আক্তার থাকেন। সপ্তাহখানেক আগে শারমিন ওই বাসায় বেড়াতে যান।
এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ রোজি আক্তারকে থানায় নিয়ে গেছে। রোজি আক্তারের দাবি, এক দল ডাকাত ডাকাতি করতে এসে শারমিনকে হত্যা করে।
তবে নিহত শারমিনের মামা মোহাম্মদ আজিমের অভিযোগ, রোজি পরিকল্পিতভাবে বাসায় ডেকে নিয়ে তাঁর ভাগনিকে হত্যা করেছে। শারমিনের একটি ছেলে আছে বলে তিনি জানান।
পুলিশ শারমিনের লাশ উদ্ধার চট্টগ্রাম মেডিকেল কলেজের মর্গে পাঠিয়েছে।
No comments