ডাস্টবিন

ঢাকার নিউমার্কেটের ২ নম্বর গেটে ঢুকতে বাঁ পাশে দুটি ডাস্টবিন রাখা আছে। এলাকার ময়লা-আবর্জনা এখানে জমা করা হয় প্রতিদিন। এর ফলে সকালে তা পচে দুর্গন্ধময় পরিবেশ তৈরি হচ্ছে। অথচ এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুটি হল, একটি হোস্টেল এবং একটি ইনস্টিটিউট অবস্থিত।
প্রতিদিন ক্লাস করতে ছাত্রছাত্রীদের এ রাস্তা মাড়াতে হয়। তখন নাকে রুমাল চাপলেও দুর্গন্ধের কাছে তা হার মানে। বিশেষ করে বাংলাদেশ-কুয়েত মৈত্রী ও ফজিলাতুন্নেসা মুজিব হলের ছাত্রীরা এর ফলে প্রায়ই অসুস্থ হয়ে পড়েন। অথচ ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন চাইলেই এই ডাস্টবিন দুটি সরিয়ে নিতে পারে। আর সকালের মুক্ত বাতাসের স্বাদ নিতে পারে ওই পথে চলাচলকারী অসংখ্য পথচারী।
মো. সাদ্দাম হোসেন
ঢাকা বিশ্ববিদ্যালয়।

No comments

Powered by Blogger.