গাছে সাইনবোর্ড
প্রাণীকুলের বেঁচে থাকার জন্য প্রধান উপাদান গাছ। এই গাছের যে প্রাণ
আছে, অনুভূতিশক্তি আছে, তা প্রমাণিত। তবে তার বাকশক্তি নেই। গাছ সবকিছু
বিলিয়ে দিয়ে আমাদের উপকার করে, জীবন বাঁচাতে সাহায্য করে। যথা—অক্সিজেন
প্রদান, কার্বন ডাই-অক্সাইড গ্রহণ, খাদ্য, ফল,
ওষুধ-জ্বালানি-আসবাব-গৃহনির্মাণ উপাদান প্রদানসহ ভূমি ক্ষয়রোধ, বৃষ্টিপাত
ঘটাতে সাহায্য, ছায়াদান, প্রাণী-পাখির আবাসস্থলের জোগান দিয়ে অফুরান
সাহায্য করে। এই বৃক্ষকে আমরা পেরেক বা লোহা হেনে কি তার প্রতিদান দিচ্ছি?
আজকাল বিভিন্ন স্থানে দেখা যাচ্ছে, গাছে গাছে যেন সাইনবোর্ড লাগানোর প্রতিযোগিতা চলছে। এতে করে কি গাছের কষ্ট হচ্ছে না? তারা বলতে পারে না ঠিকই কিন্তু তাদের যে অনুভূতিশক্তি আছে। তাই আমাদের বিবেককে জাগ্রত করা দরকার। গাছে সাইনবোর্ড লাগানোর বিরুদ্ধে একটি আইনও আছে। আসুন, এই পরম উপকারী বন্ধু গাছের গায়ে আমরা সাইনবোর্ড ঝোলানো বন্ধ রাখি। গাছকে মুক্তি দিই। এর আপন সৌন্দর্য ও স্বকীয়তাকে বজায় রাখি।
এ ব্যাপারে আইনের যথাযথ প্রয়োগ এবং সচেতনতা বাড়ানোর জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা দরকার।
কংকন কুমার সরকার
সুন্দরগঞ্জ, গাইবান্ধা।
আজকাল বিভিন্ন স্থানে দেখা যাচ্ছে, গাছে গাছে যেন সাইনবোর্ড লাগানোর প্রতিযোগিতা চলছে। এতে করে কি গাছের কষ্ট হচ্ছে না? তারা বলতে পারে না ঠিকই কিন্তু তাদের যে অনুভূতিশক্তি আছে। তাই আমাদের বিবেককে জাগ্রত করা দরকার। গাছে সাইনবোর্ড লাগানোর বিরুদ্ধে একটি আইনও আছে। আসুন, এই পরম উপকারী বন্ধু গাছের গায়ে আমরা সাইনবোর্ড ঝোলানো বন্ধ রাখি। গাছকে মুক্তি দিই। এর আপন সৌন্দর্য ও স্বকীয়তাকে বজায় রাখি।
এ ব্যাপারে আইনের যথাযথ প্রয়োগ এবং সচেতনতা বাড়ানোর জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা দরকার।
কংকন কুমার সরকার
সুন্দরগঞ্জ, গাইবান্ধা।
No comments