খুনি সরকারের সঙ্গে কোন কথা নয়ঃ খালেদা জিয়া by কাফি কামাল
বিরোধী দলীয় নেতা ও বিএনপি চেয়ারপারসন
খালেদা জিয়া বলেছেন, খুনি সরকারের সঙ্গে আর কোন কথা নয়। তাদের বিদায় নিতেই
হবে। প্রয়োজনের আরও কিছু প্রাণ যাবে। এ সরকারকে বিদায় দিতেই হরতাল, অবরোধ,
ঘেরাও এবং ধর্মঘটসহ সব ধরনের কর্মসূচি দেয়া হবে।
আজ বিকালে
মানিকগঞ্জের সিঙ্গাইরে পশ্চিম গোবিন্দল বেসরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে
এক শোকসভায় তিনি এসব কথা বলেন। বিরোধী নেতা বলেন, এই সরকার একটি বিধর্মী
সরকার। তারা না মুসলমান, না হিন্দু। এরা মসজিদে হামলা করে, মন্দিরে হামলা
করে। তারা একদিকে ধর্মীয় প্রতিষ্ঠানের হামলা করতে তালা মেরে রাখছে।
অন্যদিকে শাহবাগী নাস্তিকদের পাহারা দিচ্ছে। খালেদা জিয়া অভিযোগ করে বলেন, এ
সরকার মানুষ মারতে উস্তাদ। তারা ৭২-৭৪ সালে রক্ষীবাহিনী দিয়ে ৪০ হাজার
মানুষ হত্যা করেছিল। ৭৪ সালের দুর্ভিক্ষে ৭০ লাখ মানুষ হত্যা করেছে। গত এক
মাসে পুলিশ দিয়ে দেড় শতাধিক মানুষ খুন করেছে। এ সরকার পাখির মতো মানুষ
মারছে। তিনি বলেন, এসব হত্যাকাণ্ডের জন্য ভবিষ্যতে ট্রাইব্যুনাল করে তাদের
বিচার করা হবে। এবং হুকুমদাতা হিসেবে শেখ হাসিনাকে এক নম্বর আসামি করা হবে।
খালেদা জিয়া বলেন, সরকার পদ্মা সেতু করতে পারেনি, আর পারবেও না।
মালয়েশিয়ার থেকে যে টাকা নেয়ার কথা বলা হচ্ছে সেটা ভাওতাবাজি। বর্তমান
সরকারের ওপর বিদেশীরা আস্থা হারিয়ে ফেলেছে অভিযোগ করে তিনি বলেন, জনগণ এ
সরকারের ওপর থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। বিদেশীদের আস্থাও হারিয়েছে। এখন শুধু
প্রতিবেশী দেশের ওপর নির্ভর করে টিকে আছে। বিদেশীরা জনগণের পক্ষে থাকলে এ
সরকার আর সমর্থন পাবে না। সিঙ্গাইরের গোবিন্দল গ্রামে হরতালে পুলিশের
গুলিতে নিহত নাসিরুদ্দিনের বাড়িতে যান খালেদা জিয়া। সেখানে অন্য তিন নিহতের
পরিবার ও আহতরা খালেদার সঙ্গে সাক্ষাৎ করেন। খালেদা জিয়া নিহত চার জনকে
তিন লাখ ও আহত ১৭ জনকে ৩০ হাজার টাকা করে নগদ অনুদান দেন।
No comments