নয়াদিল্লিতে তিব্বতির আত্মাহুতির চেষ্টা
ভারতের রাজধানী নয়াদিল্লির চীনা দূতাবাসের সামনে গতকাল শুক্রবার নির্বাসিত এক তিব্বতি নিজের শরীরে আগুন ধরিয়ে আত্মাহুতির চেষ্টা চালান। পুলিশের সময়োচিত পদক্ষেপে তাঁর সে চেষ্টা ব্যর্থ হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, ওই তরুণ বিক্ষোভকারী দূতাবাসের সামনে বাস থেকে নেমেই স্লোগান দিতে দিতে নিজের শরীরে জ্বালানি তেল ঢেলে আগুন ধরিয়ে দেন। এ সময় কর্তব্যরত কয়েকজন পুলিশ সদস্য ছুটে গিয়ে তাঁকে উদ্ধার করে গাড়িতে তুলে নিয়ে যান। এর মধ্যে অবশ্য ওই বিক্ষোভকারী তরুণের পায়জামা পুড়ে যায়। এতে তাঁর দুই পা সামান্য দগ্ধ হয়।
নয়াদিল্লির পুলিশের মুখপাত্র এ ব্যাপারে বিস্তারিত কিছু জানাননি। নয়াদিল্লির তিব্বতিদের সংগঠন জানিয়েছে, গতকালের আত্মাহুতির চেষ্টা চালানো ২৫ বছরের তরুণের নাম শেরাব তিসেদর।
গত মার্চ থেকে দক্ষিণ-পশ্চিম চীনে বাস করা তিব্বতি বৌদ্ধ ভিক্ষুরা ধর্মীয় স্বাধীনতা ও তাঁদের নির্বাসিত ধর্মীয় নেতা দালাই লামাকে দেশে ফিরতে দেওয়ার দাবিতে গায়ে আগুন ধরিয়ে আত্মাহুতির চেষ্টা করছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, ওই তরুণ বিক্ষোভকারী দূতাবাসের সামনে বাস থেকে নেমেই স্লোগান দিতে দিতে নিজের শরীরে জ্বালানি তেল ঢেলে আগুন ধরিয়ে দেন। এ সময় কর্তব্যরত কয়েকজন পুলিশ সদস্য ছুটে গিয়ে তাঁকে উদ্ধার করে গাড়িতে তুলে নিয়ে যান। এর মধ্যে অবশ্য ওই বিক্ষোভকারী তরুণের পায়জামা পুড়ে যায়। এতে তাঁর দুই পা সামান্য দগ্ধ হয়।
নয়াদিল্লির পুলিশের মুখপাত্র এ ব্যাপারে বিস্তারিত কিছু জানাননি। নয়াদিল্লির তিব্বতিদের সংগঠন জানিয়েছে, গতকালের আত্মাহুতির চেষ্টা চালানো ২৫ বছরের তরুণের নাম শেরাব তিসেদর।
গত মার্চ থেকে দক্ষিণ-পশ্চিম চীনে বাস করা তিব্বতি বৌদ্ধ ভিক্ষুরা ধর্মীয় স্বাধীনতা ও তাঁদের নির্বাসিত ধর্মীয় নেতা দালাই লামাকে দেশে ফিরতে দেওয়ার দাবিতে গায়ে আগুন ধরিয়ে আত্মাহুতির চেষ্টা করছেন।
No comments