৫২০ দিন পর মুক্ত আলোয়
সাজানো মঙ্গল গ্রহে দেড় বছরের বেশি সময় কাটিয়ে দুনিয়ার আলো-বাতাসে ফিরেছেন ছয় নভোচারী। ৫২০ দিন পর গতকাল শুক্রবার তাঁরা প্রকাশ্যে এসেছেন।
মঙ্গল গ্রহে মানুষ পাঠানোর প্রস্তুতি হিসেবে মস্কোর একটি গবেষণাগারে এই মহড়ার আয়োজন করে রাশিয়ার মহাকাশ সংস্থা। এ জন্য ছয় নভোচারীকে দীর্ঘ ৫২০ দিন একটি বড় টিউবের মধ্যে বাইরের দুনিয়া থেকে বিচ্ছিন্ন অবস্থায় রাখা হয়েছিল। ওই টিউবের মধ্যে মঙ্গল গ্রহের অনুরূপ পরিবেশ সৃষ্টি করা হয়। তৈরি করা হয় লাল গ্রহটির মতো ভূপৃষ্ঠও। সেখানে নভোচারীরা হেঁটে বেড়ান।
মহড়ায় অংশ নেওয়া ছয় ক্রুর মধ্যে একজন চীনা, একজন ইতালীয়, একজন ফরাসি এবং বাকি তিনজন রুশ। গতকাল টিউবের দরজা খুলে দেওয়ার পর একে একে বেরিয়ে আসেন ছয়জনই। এ সময় তাঁরা বেশ হাসিখুশি ছিলেন। এত দিন স্বল্প পরিসরে আবদ্ধ থাকায় শরীরের ওপর দৃশ্যমান কোনো প্রভাব ছিল না।
পরীক্ষামূলক এই অভিযানের কমান্ডার রাশিয়ার তিন ক্রুর একজন আলেক্সি সিতোয়ভ বলেন, ‘ক্রু সদস্যরা ৫২০ দিনের অভিযান শেষ করেছে। সফলভাবেই কর্মসূচি শেষ হয়েছে এবং সবার স্বাস্থ্য ভালো আছে। এখন আমরা পরবর্তী পরীক্ষার জন্য প্রস্তুত।’
মঙ্গল গ্রহে মানুষ পাঠানোর প্রস্তুতি হিসেবে মস্কোর একটি গবেষণাগারে এই মহড়ার আয়োজন করে রাশিয়ার মহাকাশ সংস্থা। এ জন্য ছয় নভোচারীকে দীর্ঘ ৫২০ দিন একটি বড় টিউবের মধ্যে বাইরের দুনিয়া থেকে বিচ্ছিন্ন অবস্থায় রাখা হয়েছিল। ওই টিউবের মধ্যে মঙ্গল গ্রহের অনুরূপ পরিবেশ সৃষ্টি করা হয়। তৈরি করা হয় লাল গ্রহটির মতো ভূপৃষ্ঠও। সেখানে নভোচারীরা হেঁটে বেড়ান।
মহড়ায় অংশ নেওয়া ছয় ক্রুর মধ্যে একজন চীনা, একজন ইতালীয়, একজন ফরাসি এবং বাকি তিনজন রুশ। গতকাল টিউবের দরজা খুলে দেওয়ার পর একে একে বেরিয়ে আসেন ছয়জনই। এ সময় তাঁরা বেশ হাসিখুশি ছিলেন। এত দিন স্বল্প পরিসরে আবদ্ধ থাকায় শরীরের ওপর দৃশ্যমান কোনো প্রভাব ছিল না।
পরীক্ষামূলক এই অভিযানের কমান্ডার রাশিয়ার তিন ক্রুর একজন আলেক্সি সিতোয়ভ বলেন, ‘ক্রু সদস্যরা ৫২০ দিনের অভিযান শেষ করেছে। সফলভাবেই কর্মসূচি শেষ হয়েছে এবং সবার স্বাস্থ্য ভালো আছে। এখন আমরা পরবর্তী পরীক্ষার জন্য প্রস্তুত।’
No comments