মিয়ানমারের কারাগারে অনশনরত বন্দীদের পানি সরবরাহ বন্ধ
মিয়ানমারের কারাগারগুলোতে অনশন করার শাস্তি হিসেবে ১৫ জন রাজনীতিককে খাওয়ার পানি না দেওয়ার খবরে মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল গভীর উদ্বেগ প্রকাশ করেছে।
অ্যামনেস্টি জানায়, ধারণা করা হচ্ছে, ইয়াঙ্গুনের কুখ্যাত ইনসেইন কারাগারে আটজন পুরুষ বন্দীকে এমন কক্ষে রাখা হয়েছে, যেগুলো কুকুর রাখার জন্য নির্মাণ করা হয়েছে। এই কক্ষগুলোতে কোনো জানালা ও শয্যা নেই এবং মাটিতে কোনো মাদুরও নেই।
মানবাধিকার সংস্থাটি বলেছে, অনশনে অংশ নেওয়ার শাস্তি হিসেবে বন্দীদের খাওয়ার পানি সরবরাহ বন্ধ করায় অনশনকারী বন্দীরা পানিশূন্যতায় ভুগে দ্রুত মারা যেতে পারেন এবং এ জন্য কারাগার কর্তৃপক্ষকেই দায়িত্ব বহন করতে হবে।
অ্যামনেস্টি জানায়, ধারণা করা হচ্ছে, ইয়াঙ্গুনের কুখ্যাত ইনসেইন কারাগারে আটজন পুরুষ বন্দীকে এমন কক্ষে রাখা হয়েছে, যেগুলো কুকুর রাখার জন্য নির্মাণ করা হয়েছে। এই কক্ষগুলোতে কোনো জানালা ও শয্যা নেই এবং মাটিতে কোনো মাদুরও নেই।
মানবাধিকার সংস্থাটি বলেছে, অনশনে অংশ নেওয়ার শাস্তি হিসেবে বন্দীদের খাওয়ার পানি সরবরাহ বন্ধ করায় অনশনকারী বন্দীরা পানিশূন্যতায় ভুগে দ্রুত মারা যেতে পারেন এবং এ জন্য কারাগার কর্তৃপক্ষকেই দায়িত্ব বহন করতে হবে।
No comments