কংগ্রেসের বিরুদ্ধে প্রচারণা চালাবেন আন্না হাজারে
আন্না হাজারে গতকাল শুক্রবার বলেছেন, ভারতের ক্ষমতাসীন ইউপিএ সরকার পার্লামেন্টের শীতকালীন অধিবেশনে জন লোকপাল বিল পাস না করলে যে পাঁচটি রাজ্যে নির্বাচন হতে যাচ্ছে, তিনি সেখানে কংগ্রেসের বিরুদ্ধে প্রচারণা চালাবেন। ১৯ দিনের ‘মৌনব্রত’ ভঙ্গ করার পর রাজঘাটে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
হাজারে বলেন, ‘যাঁরা বিলটি পাস করবেন না, তাঁদের বিরুদ্ধে প্রচারণা চালাব। যদি পার্লামেন্টের শীতকালীন অধিবেশনে বিল পাস না হয়, তাহলে আমি সেখানে গিয়ে প্রচারণা চালাব এবং বলব কংগ্রেসকে ভোট দেবেন না।
হাজারে বলেন, ‘যাঁরা বিলটি পাস করবেন না, তাঁদের বিরুদ্ধে প্রচারণা চালাব। যদি পার্লামেন্টের শীতকালীন অধিবেশনে বিল পাস না হয়, তাহলে আমি সেখানে গিয়ে প্রচারণা চালাব এবং বলব কংগ্রেসকে ভোট দেবেন না।
No comments