পাঁচ হাজারের বেশি প্রার্থীর প্রতিদ্বন্দ্বিতা
সৌদি আরবে আসন্ন পৌর নির্বাচনে পাঁচ হাজারের বেশি প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করতে যাচ্ছেন। গতকাল সোমবার দেশটির নির্বাচন কমিশন এ কথা জানিয়েছে। প্রার্থীরা এরই মধ্যে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন।
সৌদি আরবে ২৯ সেপ্টেম্বর পৌর নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। দেশটির ইতিহাসে এটি দ্বিতীয় পৌর নির্বাচন। পৌর কাউন্সিলে ২৮৫টি আসন রয়েছে। এর অর্ধেকে প্রতিদ্বন্দ্বিতা হবে। বাকি অর্ধেক আসনে সরকার থেকে নিয়োগ দেওয়া হবে। এ বছরও ২০০৫ সালে অনুষ্ঠিত নির্বাচনের মতো নারীদের অংশগ্রহণ নিষিদ্ধ করা হয়েছে। ফলে দেশটির ৬০ জনের বেশি বুদ্ধিজীবী ও মানবাধিকারকর্মী নির্বাচন বর্জনের আহ্বান জানিয়েছেন। অবশ্য শুরা কাউন্সিল আগামী স্থানীয় নির্বাচনে নারীদের ভোটদানের অনুমতি দিয়েছে। কিন্তু এ নির্বাচন অনুষ্ঠিত হবে চার বছর পর।
নির্বাচন কমিশন জানিয়েছে, এবার এক কোটি ২০ লাখ পুরুষ ভোটার তালিকাভুক্ত হয়েছেন। সৌদি আরবে এই পৌর নির্বাচনেই কেবল জনগণের সরাসরি অংশগ্রহণের সুযোগ থাকে।
সৌদি আরবে ২৯ সেপ্টেম্বর পৌর নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। দেশটির ইতিহাসে এটি দ্বিতীয় পৌর নির্বাচন। পৌর কাউন্সিলে ২৮৫টি আসন রয়েছে। এর অর্ধেকে প্রতিদ্বন্দ্বিতা হবে। বাকি অর্ধেক আসনে সরকার থেকে নিয়োগ দেওয়া হবে। এ বছরও ২০০৫ সালে অনুষ্ঠিত নির্বাচনের মতো নারীদের অংশগ্রহণ নিষিদ্ধ করা হয়েছে। ফলে দেশটির ৬০ জনের বেশি বুদ্ধিজীবী ও মানবাধিকারকর্মী নির্বাচন বর্জনের আহ্বান জানিয়েছেন। অবশ্য শুরা কাউন্সিল আগামী স্থানীয় নির্বাচনে নারীদের ভোটদানের অনুমতি দিয়েছে। কিন্তু এ নির্বাচন অনুষ্ঠিত হবে চার বছর পর।
নির্বাচন কমিশন জানিয়েছে, এবার এক কোটি ২০ লাখ পুরুষ ভোটার তালিকাভুক্ত হয়েছেন। সৌদি আরবে এই পৌর নির্বাচনেই কেবল জনগণের সরাসরি অংশগ্রহণের সুযোগ থাকে।
No comments