বন্দুকধারীদের গুলিতে বুরুন্ডিতে ৩৬ জন নিহত
মধ্য আফ্রিকার দেশ বুরুন্ডিতে গত রোববার একটি পানশালায় বন্দুকধারীদের গুলিতে ৩৬ জন নিহত হয়েছে। চলতি বছর দেশটিতে এটিই সবচেয়ে ভয়াবহ সহিংসতার ঘটনা।
দুই দশকের সহিংসতার পর ২০০৯ সালে সাবেক বিদ্রোহী গোষ্ঠী হুতুর ফোর্সেস ফর ন্যাশনাল লিবারেশন (এনএফএল) অস্ত্র সমর্পণ করায় বুরুন্ডিতে তুলনামূলকভাবে শান্তির পরিবেশ বিরাজ করছিল।
তবে কফি উৎপাদনকারী দেশটিতে সাম্প্রতিক সময়ে বেসামরিক লোকজন ও সেনাদের ওপর ক্রমাগত হামলা নতুন করে বিদ্রোহ শুরুর আশঙ্কা দেখা দিয়েছে। এসব হামলার জন্য কর্তৃপক্ষ ডাকাতদের দায়ী করেছে।
একটি মানবাধিকার সংস্থার প্রধান সেক ম্যাথিউ বলেন, রোববার রাতে এক দল সশস্ত্র লোক রাজধানী বুরুন্ডির বাইরে অবস্থিত ওই পানশালায় হামলা চালায়। এ সময় হামলাকারীরা আমোদ-ফুর্তিতে মেতে থাকা লোকদের ওপর গুলি ছুড়ে ওই হত্যাকাণ্ড ঘটায়।
ম্যাথিউ দাবি করেন, ঘটনাস্থলে তিনি ২১টি মৃতদেহ গণনা করেছেন।
চলতি মাসের শুরুর দিকে বুরুন্ডির একটি মানবাধিকার সংস্থা বলেছে, গত মে ও আগস্ট মাসের মধ্যে দেশটিতে ১২৫টি বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। বেশির ভাগ ক্ষেত্রেই হুতু বিদ্রোহীদের হত্যা করা হয়েছে।
দুই দশকের সহিংসতার পর ২০০৯ সালে সাবেক বিদ্রোহী গোষ্ঠী হুতুর ফোর্সেস ফর ন্যাশনাল লিবারেশন (এনএফএল) অস্ত্র সমর্পণ করায় বুরুন্ডিতে তুলনামূলকভাবে শান্তির পরিবেশ বিরাজ করছিল।
তবে কফি উৎপাদনকারী দেশটিতে সাম্প্রতিক সময়ে বেসামরিক লোকজন ও সেনাদের ওপর ক্রমাগত হামলা নতুন করে বিদ্রোহ শুরুর আশঙ্কা দেখা দিয়েছে। এসব হামলার জন্য কর্তৃপক্ষ ডাকাতদের দায়ী করেছে।
একটি মানবাধিকার সংস্থার প্রধান সেক ম্যাথিউ বলেন, রোববার রাতে এক দল সশস্ত্র লোক রাজধানী বুরুন্ডির বাইরে অবস্থিত ওই পানশালায় হামলা চালায়। এ সময় হামলাকারীরা আমোদ-ফুর্তিতে মেতে থাকা লোকদের ওপর গুলি ছুড়ে ওই হত্যাকাণ্ড ঘটায়।
ম্যাথিউ দাবি করেন, ঘটনাস্থলে তিনি ২১টি মৃতদেহ গণনা করেছেন।
চলতি মাসের শুরুর দিকে বুরুন্ডির একটি মানবাধিকার সংস্থা বলেছে, গত মে ও আগস্ট মাসের মধ্যে দেশটিতে ১২৫টি বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। বেশির ভাগ ক্ষেত্রেই হুতু বিদ্রোহীদের হত্যা করা হয়েছে।
No comments