আফগানিস্তানে রাত্রিকালীন অভিযান হুমকির সৃষ্টি করছে
আফগানিস্তানে ন্যাটোর বিতর্কিত রাত্রিকালীন অভিযান দেশটির জনগণের মধ্যে ‘প্রচণ্ড বিরূপ প্রতিক্রিয়ার’ সৃষ্টি করছে। এ ধরনের অভিযান বেসামরিক লোকজনের জীবনের ওপর হুমকির সৃষ্টি করছে। গতকাল সোমবার এক গবেষণা প্রতিবেদনে এ কথা বলা হয়।
হাঙ্গেরিয়ান বংশোদ্ভূত মার্কিন বিনিয়োগকারী জর্জ সোরোসের ওপেন সোসাইটি ফাউন্ডেশন অ্যান্ড দ্য লিয়াজোঁ অফিস পরিচালিত গবেষণায় দেখা যায়, বিদ্রোহ তৎপরতার বিরুদ্ধে সাফল্য আসছে অত্যন্ত ‘চড়া মূল্যে’। এ ধরনের অভিযান স্থানীয় মানুষকে ক্ষুব্ধ করছে ও আফগান জনগণের হূদয় জয় করার জন্য যেসব কাজ করা হচ্ছে, সেগুলোর প্রভাব নষ্ট করে দিচ্ছে।
৩৮ পৃষ্ঠার ওই প্রতিবেদনে বলা হয়, সাফল্যগুলো আসছে ‘চড়া মূল্যে’। অভিযানের সংখ্যা বৃদ্ধির কারণে লড়াই সরাসরি আফগান জনগণের বাড়িঘরে পৌঁছে গেছে, যা আফগান জনসাধারণের মধ্যে প্রচণ্ড বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি করছে।
প্রতিবেদনে বলা হয়, স্বচ্ছতা ও জবাবদিহির ঘাটতির কারণে ‘আফগান জনগণের এ উপলব্ধিও জোরদার হচ্ছে যে আন্তর্জাতিক বাহিনী শাস্তির ঝুঁকি ছাড়াই হত্যা, হয়রানি ও বেসামরিক লোকজনের মধ্যে ভীতি সঞ্চারের জন্য নৈশকালীন অভিযানকে ব্যবহার করছে।’
হাঙ্গেরিয়ান বংশোদ্ভূত মার্কিন বিনিয়োগকারী জর্জ সোরোসের ওপেন সোসাইটি ফাউন্ডেশন অ্যান্ড দ্য লিয়াজোঁ অফিস পরিচালিত গবেষণায় দেখা যায়, বিদ্রোহ তৎপরতার বিরুদ্ধে সাফল্য আসছে অত্যন্ত ‘চড়া মূল্যে’। এ ধরনের অভিযান স্থানীয় মানুষকে ক্ষুব্ধ করছে ও আফগান জনগণের হূদয় জয় করার জন্য যেসব কাজ করা হচ্ছে, সেগুলোর প্রভাব নষ্ট করে দিচ্ছে।
৩৮ পৃষ্ঠার ওই প্রতিবেদনে বলা হয়, সাফল্যগুলো আসছে ‘চড়া মূল্যে’। অভিযানের সংখ্যা বৃদ্ধির কারণে লড়াই সরাসরি আফগান জনগণের বাড়িঘরে পৌঁছে গেছে, যা আফগান জনসাধারণের মধ্যে প্রচণ্ড বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি করছে।
প্রতিবেদনে বলা হয়, স্বচ্ছতা ও জবাবদিহির ঘাটতির কারণে ‘আফগান জনগণের এ উপলব্ধিও জোরদার হচ্ছে যে আন্তর্জাতিক বাহিনী শাস্তির ঝুঁকি ছাড়াই হত্যা, হয়রানি ও বেসামরিক লোকজনের মধ্যে ভীতি সঞ্চারের জন্য নৈশকালীন অভিযানকে ব্যবহার করছে।’
No comments