টিকিটের জন্য ব্যাকুল স্কুল ছাত্ররা
নটরডেম লিটারেসি স্কুলের চতুর্থ শ্রেণীর ছাত্র ইউসুফ হোসেনের মনটা ভীষণ খারাপ। এবারের আশিয়ান সিটি স্কুল ফুটবল টুর্নামেন্টে খেললেও মেসিদের অনুশীলন দেখার সুযোগ থেকে বঞ্চিত হয়েছে এই কিশোর। আর্জেন্টিনা দলের আগামী কালকের অনুশীলন দেখার জন্য টিকিট নিতে হলে পরিচয়পত্র দেখাতে হবে—এমনটাই শর্ত জুড়ে দিয়েছে বাফুফে। কিন্তু ইউসুফের স্কুলে এই পরিচয়পত্র দেওয়া হয় না। ইউসুফের মতো আরও অনেক ছাত্রকেই অবশ্য টিকিট না পেয়ে ফিরে যেতে দেখা গেছে কাল বাফুফে ভবন থেকে।
স্কুলের ছাত্ররা পরিচয়পত্র দেখিয়ে টিকিট নিতে পারবে—আয়োজক কমিটি প্রথমে এমনটাই জানিয়েছিল। কিন্তু বাফুফের স্কুল কমিটির চেয়ারম্যান শেখ মোহাম্মদ আসলাম কাল জানিয়েছেন, ‘আমরা সব স্কুলের ছাত্রকে টিকিট দিতে পারছি না। এবারের আশিয়ান সিটি স্কুল ফুটবল টুর্নামেন্টের ৪৬টি স্কুলের ছাত্রদেরই টিকিট দেব। তবে প্রতিটি স্কুলের সর্বোচ্চ ৩০ জন করে ছাত্র এই টিকিট পাবে।’ সারা মহানগরের স্কুলছাত্রদের ভিড় সামলাতেই এমন সিদ্ধান্ত বলে জানিয়েছেন জাতীয় দলের সাবেক স্ট্রাইকার।
স্কুলের ছাত্ররা পরিচয়পত্র দেখিয়ে টিকিট নিতে পারবে—আয়োজক কমিটি প্রথমে এমনটাই জানিয়েছিল। কিন্তু বাফুফের স্কুল কমিটির চেয়ারম্যান শেখ মোহাম্মদ আসলাম কাল জানিয়েছেন, ‘আমরা সব স্কুলের ছাত্রকে টিকিট দিতে পারছি না। এবারের আশিয়ান সিটি স্কুল ফুটবল টুর্নামেন্টের ৪৬টি স্কুলের ছাত্রদেরই টিকিট দেব। তবে প্রতিটি স্কুলের সর্বোচ্চ ৩০ জন করে ছাত্র এই টিকিট পাবে।’ সারা মহানগরের স্কুলছাত্রদের ভিড় সামলাতেই এমন সিদ্ধান্ত বলে জানিয়েছেন জাতীয় দলের সাবেক স্ট্রাইকার।
No comments