‘পশ্চিমবঙ্গ’ নাম বিধানসভার ভোটে অনুমোদিত
ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য এখন থেকে কেবল ‘পশ্চিমবঙ্গ’ বলেই পরিচিত হবে। ইংরেজিতে ‘ওয়েস্ট বেঙ্গল’ বলে রাজ্যটির আর পরিচয় থাকবে না। গত শুক্রবার রাজ্যের বিধানসভার আইনপ্রণেতারা সর্বসম্মতিক্রমে ভোটাভুটির মাধ্যমে রাজ্যের একমাত্র নাম হিসেবে ‘পশ্চিমবঙ্গ’কে আইনসিদ্ধ করেন। অবশ্য প্রভাবশালী কয়েকজন আইনপ্রণেতা এর বিরোধিতা করেন।
পশ্চিমবঙ্গের ইংরেজি নাম ওয়েস্ট বেঙ্গল হওয়ায় বর্ণানুক্রম অনুযায়ী ভারতের ২৯টি রাজ্যের তালিকায় রাজ্যটির অবস্থান সবচেয়ে নিচে চলে আসে। এ ক্ষেত্রে স্থানীয় বা আঞ্চলিক ভাষায় নাম বদলানো ছাড়া তালিকার ওপরের দিকে তাদের ওঠার কোন সুযোগ নেই। পশ্চিমবঙ্গ ইংরেজিতে লিখলে বর্ণানুক্রম অনুসারে রাজ্যটির অবস্থান তালিকার বেশ ওপরে চলে আসে। এ কারণে রাজ্যটির ইংরেজি নাম বদলানোর সিদ্ধান্ত নেওয়া হয়।
এ ব্যাপারে রাজ্যের পার্লামেন্ট-বিষয়ক মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় বলেন, ভারতের ২৯টি রাজ্যের তালিকায় বর্ণানুক্রম অনুযায়ী একদম নিচে থাকতে থাকতে আমরা হাঁপিয়ে উঠেছি। তিনি বলেন, ‘কোনো সভায় যখন সব কয়টি রাজ্যের প্রতিনিধিরা যোগ দেন, তখন সেখানে আমাদের বলার পালা আসে শেষে। ততক্ষণে অন্যদের কথা শুনতে শুনতে শ্রোতারা হাঁপিয়ে যায়। বিশিষ্ট বাংলা চলচ্চিত্র পরিচালক বুদ্ধদেব দাশগুপ্ত বলেন, প্রশাসনিক সুযোগ-সুবিধা পেতে আমরা রাজ্যের নামের পরিবর্তন চেয়েছিলাম।
পশ্চিমবঙ্গের ইংরেজি নাম ওয়েস্ট বেঙ্গল হওয়ায় বর্ণানুক্রম অনুযায়ী ভারতের ২৯টি রাজ্যের তালিকায় রাজ্যটির অবস্থান সবচেয়ে নিচে চলে আসে। এ ক্ষেত্রে স্থানীয় বা আঞ্চলিক ভাষায় নাম বদলানো ছাড়া তালিকার ওপরের দিকে তাদের ওঠার কোন সুযোগ নেই। পশ্চিমবঙ্গ ইংরেজিতে লিখলে বর্ণানুক্রম অনুসারে রাজ্যটির অবস্থান তালিকার বেশ ওপরে চলে আসে। এ কারণে রাজ্যটির ইংরেজি নাম বদলানোর সিদ্ধান্ত নেওয়া হয়।
এ ব্যাপারে রাজ্যের পার্লামেন্ট-বিষয়ক মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় বলেন, ভারতের ২৯টি রাজ্যের তালিকায় বর্ণানুক্রম অনুযায়ী একদম নিচে থাকতে থাকতে আমরা হাঁপিয়ে উঠেছি। তিনি বলেন, ‘কোনো সভায় যখন সব কয়টি রাজ্যের প্রতিনিধিরা যোগ দেন, তখন সেখানে আমাদের বলার পালা আসে শেষে। ততক্ষণে অন্যদের কথা শুনতে শুনতে শ্রোতারা হাঁপিয়ে যায়। বিশিষ্ট বাংলা চলচ্চিত্র পরিচালক বুদ্ধদেব দাশগুপ্ত বলেন, প্রশাসনিক সুযোগ-সুবিধা পেতে আমরা রাজ্যের নামের পরিবর্তন চেয়েছিলাম।
No comments