গাদ্দাফি লিবিয়ার মজুদ স্বর্ণ বিক্রি করতে পারেন
লিবিয়ার কেন্দ্রীয় ব্যাংকের সাবেক গভর্নর ফারহাত বেংদারা বলেছেন, মুয়াম্মার গাদ্দাফি নিজেকে রক্ষা এবং উপজাতিদের মধ্যে বিবেদ সৃষ্টির বীজ বপন করতে দেশের মজুদ স্বর্ণের একটি অংশ বিক্রির চেষ্টা করতে পারেন।
ফারহাত বর্তমানে বিদ্রোহীদের সমর্থক। তিনি ইতালির দৈনিক কোরিয়ের দেলা সেরাকে দেওয়া এক সাক্ষাৎকারে তাঁর এই আশঙ্কার কথা জানান। সাক্ষাৎকারটি গতকাল বৃহস্পতিবার প্রকাশিত হয়।
ইতালির ইউনিক্রেডিট ব্যাংকের বর্তমান পরিচালক বেংদারা বলেন, ‘সম্প্রতি গাদ্দাফির এক সহযোগী আমার এক বন্ধুর কাছে ২৫ টন সোনা বিক্রির প্রস্তাব দিয়েছেন। ওই বন্ধু বিষয়টি আমাকে জানালে আমি তাঁকে ওই সোনা না কেনার পরামর্শ দিই। পরে ওই বন্ধু গাদ্দাফির সহযোগীর দেওয়া প্রস্তাব প্রত্যাখ্যান করেন।’ গাদ্দাফি দেশের মজুদ স্বর্ণের একটি অংশ বিক্রির চেষ্টা করছেন—এই ঘটনা তারই পরিষ্কার ইঙ্গিত বহন করে। বেংদারা জানান, তাঁর ওই বন্ধু লিবিয়ার নাগরিক নন। তাঁর সম্পর্কে এর বেশি কিছু তিনি বলেননি।
বেংদারা বলেন, ত্রিপোলিতে এক হাজার কোটি ডলার মূল্যের স্বর্ণের মজুদ রয়েছে। গাদ্দাফি ওই স্বর্ণের কিছু নিয়ে নিতে পারেন।
ফারহাত বর্তমানে বিদ্রোহীদের সমর্থক। তিনি ইতালির দৈনিক কোরিয়ের দেলা সেরাকে দেওয়া এক সাক্ষাৎকারে তাঁর এই আশঙ্কার কথা জানান। সাক্ষাৎকারটি গতকাল বৃহস্পতিবার প্রকাশিত হয়।
ইতালির ইউনিক্রেডিট ব্যাংকের বর্তমান পরিচালক বেংদারা বলেন, ‘সম্প্রতি গাদ্দাফির এক সহযোগী আমার এক বন্ধুর কাছে ২৫ টন সোনা বিক্রির প্রস্তাব দিয়েছেন। ওই বন্ধু বিষয়টি আমাকে জানালে আমি তাঁকে ওই সোনা না কেনার পরামর্শ দিই। পরে ওই বন্ধু গাদ্দাফির সহযোগীর দেওয়া প্রস্তাব প্রত্যাখ্যান করেন।’ গাদ্দাফি দেশের মজুদ স্বর্ণের একটি অংশ বিক্রির চেষ্টা করছেন—এই ঘটনা তারই পরিষ্কার ইঙ্গিত বহন করে। বেংদারা জানান, তাঁর ওই বন্ধু লিবিয়ার নাগরিক নন। তাঁর সম্পর্কে এর বেশি কিছু তিনি বলেননি।
বেংদারা বলেন, ত্রিপোলিতে এক হাজার কোটি ডলার মূল্যের স্বর্ণের মজুদ রয়েছে। গাদ্দাফি ওই স্বর্ণের কিছু নিয়ে নিতে পারেন।
No comments