গ্রামের নাম আন্না

দুর্নীতির বিরুদ্ধে অনশন আন্দোলন করে এখন গোটা ভারতবাসীর মুখে মুখে একটি নাম আন্না হাজারে। এবার উত্তর প্রদেশে আন্নার নামে একটি গ্রামের নামকরণ করেছে গ্রামবাসী।
সেই নামকে স্বীকৃতি দেওয়ার জন্য আবেদনও করেছে গ্রামবাসী সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে। উত্তর প্রদেশের চান্দৌলি জেলার এই গ্রামটির নাম রেমা। এখানে বসবাস ৩০০ পরিবারের। সবাই আন্নার আদর্শে অনুপ্রাণিত। গ্রামবাসী গ্রামের নাম পরিবর্তন করেই ক্ষান্ত হতে চাইছে না। সিদ্ধান্ত নিয়েছে, এবার থেকে গ্রামের সবার নামের শেষে যোগ করবে আন্না শব্দটি। অর্থাৎ গ্রামবাসীর যার যে পদবিই থাকুক না কেন, সবার পদবির শেষে যোগ হবে আন্না শব্দটি।

No comments

Powered by Blogger.