রক্তপাত পরিহারের আহ্বান গাদ্দাফির জ্ঞাতি ভাইয়ের
রক্তপাত পরিহার ও আইনের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার জন্য লিবিয়ার বিদ্রোহীদের প্রতি আহ্বান জানিয়েছেন গাদ্দাফির জ্ঞাতি ভাই আহমেদ গাদ্দাফ আল-দাম। দুবাইভিত্তিক আল আরাবিয়া টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে গতকাল বুধবার তিনি এ আহ্বান জানান।
লিবিয়ার বিদ্রোহী পরিষদের প্রধান আবদেল জলিলের নির্দেশ মেনে চলার জন্য লিবিয়ার জনগণের প্রতি আহ্বান জানান গাদ্দাফ আল-দাম। তিনি বলেন, আরও রক্তপাত এড়ানোর জন্য সামরিক-বেসামরিক লোকজনকে অবশ্যই ঐক্যবদ্ধ হয়ে আবদেল জলিলের আহ্বানে সাড়া দিতে হবে।
আইনের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার এবং গাদ্দাফির সরকারের লোকজনের ওপর প্রতিশোধ নেওয়া থেকে বিরত থাকতে সহযোদ্ধাদের প্রতি গত সোমবার আহ্বান জানান আবদেল জলিল।
লিবিয়ার বিদ্রোহী পরিষদের প্রধান আবদেল জলিলের নির্দেশ মেনে চলার জন্য লিবিয়ার জনগণের প্রতি আহ্বান জানান গাদ্দাফ আল-দাম। তিনি বলেন, আরও রক্তপাত এড়ানোর জন্য সামরিক-বেসামরিক লোকজনকে অবশ্যই ঐক্যবদ্ধ হয়ে আবদেল জলিলের আহ্বানে সাড়া দিতে হবে।
আইনের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার এবং গাদ্দাফির সরকারের লোকজনের ওপর প্রতিশোধ নেওয়া থেকে বিরত থাকতে সহযোদ্ধাদের প্রতি গত সোমবার আহ্বান জানান আবদেল জলিল।
মিসরে জন্মগ্রহণকারী লিবীয় বাবা ও মিসরীয় মায়ের সন্তান গাদ্দাফ আল-দাম কায়রো ও লিবিয়া সরকারের মধ্যে মধ্যস্থতাকারী হিসেবে দায়িত্ব পালন করেন। তবে তিনি বলেন, গত ফেব্রুয়ারিতে লিবিয়ায় সরকারবিরোধী বিক্ষোভ শুরু হওয়ার পর থেকে তিনি একজন নিরপেক্ষ পর্যবেক্ষকের ভূমিকা নেন।
No comments