পশ্চিমবঙ্গের উন্নয়নের স্বার্থে হরতাল-বন্ধ্ চান না মমতা
পশ্চিমবঙ্গের উন্নয়নের স্বার্থে রাজ্যে হরতাল, বন্ধ্, অবরোধ কর্মসূচি বন্ধ করতে চান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এ লক্ষ্যে তিনি এখন চাইছেন একটি সর্বদলীয় বৈঠক করতে। সব রাজনৈতিক দলের মতৈক্য হলে তিনি এই রাজ্যে হরতাল, অবরোধ ইত্যাদি বন্ধে আইন প্রণয়নের উদ্যোগ নেবেন।
মমতা অবশ্য স্বীকার করেছেন, ‘বন্ধ্ ও হরতালের রাজনীতি আমরাও একসময় করেছিলাম। কিন্তু রাজ্যের স্বার্থে এখন আর নয়।’
তবে মমতার এ বক্তব্যের পর পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধীদলীয় নেতা ও সিপিএমের বিধায়ক সূর্যকান্ত মিশ্র বলেন, লড়াইয়ের শেষ অস্ত্র হিসেবে ধর্মঘটের অধিকার ছাড়বে না মানুষ। বিরোধী দলে থাকাকালে বরং বন্ধ্-ধর্মঘটের অপব্যবহার করেছে বর্তমান মুখ্যমন্ত্রীর দলই।
মমতা অবশ্য স্বীকার করেছেন, ‘বন্ধ্ ও হরতালের রাজনীতি আমরাও একসময় করেছিলাম। কিন্তু রাজ্যের স্বার্থে এখন আর নয়।’
তবে মমতার এ বক্তব্যের পর পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধীদলীয় নেতা ও সিপিএমের বিধায়ক সূর্যকান্ত মিশ্র বলেন, লড়াইয়ের শেষ অস্ত্র হিসেবে ধর্মঘটের অধিকার ছাড়বে না মানুষ। বিরোধী দলে থাকাকালে বরং বন্ধ্-ধর্মঘটের অপব্যবহার করেছে বর্তমান মুখ্যমন্ত্রীর দলই।
No comments