গ্রুপ পর্বে বায়ার্ন ও ভিয়ারিয়াল
চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বে জায়গা করে নিতে পেরে যেন হাঁফ ছেড়ে বাঁচল বায়ার্ন মিউনিখ। পরশু সুইজারল্যান্ডের এফসি জুরিখকে দ্বিতীয় লেগে ১-০ গোলে হারিয়েছে চারবারের চ্যাম্পিয়নরা। ৭ মিনিটে স্ট্রাইকার মারিও গোমেজ একমাত্র গোলটি করেন। দুই লিগ মিলিয়ে জয় ৩-০ গোলে। গ্রুপ পর্বে উঠেই লক্ষ্য ঠিক করে ফেলেছে ‘জার্মান দানব’, আগামী বছরের মে মাসে ঘরের মাঠ অ্যালিয়াঞ্জ অ্যারেনায় ফাইনাল খেলা। তবে তার আগে গ্রুপ পর্বের সূচিটা হতে হবে মনের মতো। নিশ্চয়ই কঠিন প্রতিপক্ষ এড়াতে চাইবে বায়ার্ন। আজ রাতে হবে গ্রুপ পর্বের ড্র।
লজ্জার হাত থেকে বেঁচেছে স্পেনের ভিয়ারিয়ালও। প্রথম লেগে ডেনমার্কের ওডেন্স ওবির কাছে ১-০ গোলে হেরে চাপে ছিল স্প্যানিশ ক্লাবটি। পরশু নিজেদের মাঠে চাপটা আরও বেড়েছিল প্রথমার্ধ গোলশূন্য থাকায়। শেষ পর্যন্ত ইতালিয়ান স্ট্রাইকার জিউসেপ্পে রসির দুই ও মার্চেনার গোলে ৩-০-এ জিতেই গ্রুপ পর্বে নিজেদের জায়গা করে নেয় তারা। এ নিয়ে তৃতীয়বার গ্রুপ পর্বে জায়গা করে নিল ‘হলুদ সাবমেরিন’ নামে পরিচিত ভিয়ারিয়াল।
লজ্জার হাত থেকে বেঁচেছে স্পেনের ভিয়ারিয়ালও। প্রথম লেগে ডেনমার্কের ওডেন্স ওবির কাছে ১-০ গোলে হেরে চাপে ছিল স্প্যানিশ ক্লাবটি। পরশু নিজেদের মাঠে চাপটা আরও বেড়েছিল প্রথমার্ধ গোলশূন্য থাকায়। শেষ পর্যন্ত ইতালিয়ান স্ট্রাইকার জিউসেপ্পে রসির দুই ও মার্চেনার গোলে ৩-০-এ জিতেই গ্রুপ পর্বে নিজেদের জায়গা করে নেয় তারা। এ নিয়ে তৃতীয়বার গ্রুপ পর্বে জায়গা করে নিল ‘হলুদ সাবমেরিন’ নামে পরিচিত ভিয়ারিয়াল।
গ্রুপ পর্বে জায়গা করে নিয়েছে সাইপ্রাসের আপোয়েল নিকোসিয়া, বেলজিয়ামের জেঙ্ক এবং ক্রোয়েশিয়ার ডায়নামো জাগরেব।
No comments